আমি সাবিলার অভিনয়েরও ভক্ত

টিভি নাটক, ওটিটি, সিনেমা—সব মাধ্যমেই সরব উপস্থিতি। প্রায় দুই মাস পর শুটিংয়ে ফিরেছেন আবু হুরায়রা তানভীর। অভিনয়সহ নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে বলেছে ‘বিনোদন’

প্রথম আলো:

পবিত্র ঈদুল আজহার পর থেকে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না...

আবু হুরায়রা তানভীর : ঈদের পর বেশ কিছুদিন বিরতিতে ছিলাম। ২০ জুলাই থেকে নতুন কাজের শুটিং হওয়ার কথা ছিল। দেশের সার্বিক পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। প্রায় দুই মাস কাজ বন্ধ ছিল। ২২ আগস্ট টানা তিনটি নাটকের কাজ করলাম—ইয়ামিন ইলানের ‘সুরঞ্জনা’, আলোক হাসানের ‘হারাম’ ও ‘তোমাকে ছোঁব বলে’। তিনটি নাটকেই আমার বিপরীতে নতুন নায়িকা অভিনয় করেছেন।

প্রথম আলো :

নতুনদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

আবু হুরায়রা তানভীর : তিনটি নাটকে আমার সহশিল্পী জারা, মাহিমা ও পূর্ণিমা বৃষ্টি। কাজ করতে গিয়ে মনে হয়নি তাঁরা নতুন। এখন অনেকগুলো কাজের মাধ্যম, আরও নতুনেরা আসবেন। তাঁদের সুযোগ দিতে হবে।

প্রথম আলো:

সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, তিশা থেকে শুরু করে এ প্রজন্মের সাদিয়া আয়মান, তটিনীদের সঙ্গে কাজ করেছেন। কার সঙ্গে অভিনয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করেন?

আবু হুরায়রা তানভীর : ২০১৮ সালে শিহাব শাহীনের ‘কিছু দুঃখ সবার থাকে’ ছিল আমার প্রথম নাটক, বিপরীতে ছিলেন সাবিলা। এ পর্যন্ত তাঁর সঙ্গেই আমার বেশি কাজ হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে পর্দায় সাবিলা দারুণ শক্তিশালী। তাঁর সঙ্গে কাজ করতে গেলে সময়ও কম লাগে। বোঝাপড়ার জায়গাটা সহজ হয়। ভালো কাজ হয়। বলতে পারেন, আমি সাবিলার অভিনয়েরও ভক্ত। তবে আর বাকি যাঁদের কথা বললেন, তাঁদের সঙ্গেও অভিজ্ঞতা চমৎকার।

আবু হুরায়রা তানভীর। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
প্রথম আলো:

আপনাকে সব সময় সিরিয়াস রকমের চরিত্রে বেশি দেখা যায় কেন?

আবু হুরায়রা তানভীর : পরিচালকেরা আমাকে এ ধরনের চরিত্রে ভাবেন, আমিও উপভোগ করি। তিলোত্তমা নাটকটির কথাই যদি বলি, চরিত্রটি বেশ জটিল ছিল। কিন্তু পরিচালক আমাকে নিয়ে সেই চ্যালেঞ্জ পার করেছেন। আমি নায়ক, খলনায়ক—সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই।

প্রথম আলো:

টেলিভিশন, ওটিটি, সিনেমা—সব মাধ্যমেই সমানভাবে আপনি কাজ করেন। সমস্যা হয় না?

আবু হুরায়রা তানভীর : এর সুবিধা-অসুবিধা দুটিই আছে। সুবিধা হলো, আমি নানা ধরনের চরিত্রে ১২ মাসই নিজেকে ব্যস্ত রাখতে পারি। নতুন নতুন চরিত্র, কাজে অভিজ্ঞতা হয়। অসুবিধা হলো, একটা কাজ থেকে বেরিয়ে অন্য মাধ্যমের কাজে যে উপযুক্ত সময় দিতে হয়, সেটি কঠিন হয়ে যায়। এতে করে কাজের মান কমে যাওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন

প্রথম আলো :

‘ওমর’-এর পর নতুন সিনেমার খবর কী?

আবু হুরায়রা তানভীর : আপাতত নতুন সিনেমা হাতে নেই। দুটি চিত্রনাট্য পেয়েছিলাম। সব দিক ভেবে কাজ করিনি। এখন টেলিভিশন ও ওটিটি নিয়ে বেশি মনোযোগী। আগে চুক্তিবদ্ধ হওয়া কাইয়ুম হোসেনের অন্তর্বর্তী ও রেজোয়ান রহমানের ফাদার সিনেমায় কাজ করছি।

আবু হুরায়রা তানভীর। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
প্রথম আলো:

নতুন কাজের খবর কী?

আবু হুরায়রা তানভীর : আগামী শনিবার থেকে ‘টেন ডেজ’ ও ‘আনকাট’ নামে দুটি নাটকের শুটিং শুরু হবে। এ ছাড়া জাহিদ প্রীতমের একটি ওয়েব সিরিজের কাজ চূড়ান্ত হয়েছে।