সব অজুহাত মিথ্যা, যে থাকার সে হাজার যুদ্ধ করে থাকবে

১ / ৫
একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এখন ব্যবসায় সময় দিচ্ছেন বেশি। ঢাকার বাইরে মানিকগঞ্জে নতুন রেস্টুরেন্ট চালু করেছেন। তবে এই তারকা ফেসবুকে বেশ সক্রিয়। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে নিজের মতামত ব্যক্ত করেন। আজ শুক্রবার নিজের এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে চলচ্চিত্র থেকে দূরে থাকার কথা লিখেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘ঘরের শত্রু বিভীষণ। চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রের কিছু মানুষ ভয়ংকর। তাই তো দূরে থাকা, আড়াল থাকার চেষ্টা। কষ্ট হয়।’
২ / ৫
ভারতীয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর গাওয়া জনপ্রিয় গান ‘তুমি যাকে ভালোবাসো’। ‘প্রাক্তন’ ছবির এই গানের জন্য তুমুল জনপ্রিয়তা পান ভারতীয় এই শিল্পী। অর্জন করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বাংলাদেশি চলচ্চিত্রের খল অভিনয়শিল্পী এবারের পবিত্র ঈদুল ফিতরে ‘বরবাদ’ সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। এই অভিনয়শিল্পী ফেসবুকে তাঁর অভিনীত ছবির প্রচারণাও চালাচ্ছেন। আজ এই স্থিরচিত্রটি পোস্ট করে ক্যাপশনে অনুপম রায়ের গাওয়া গানের লাইন জুড়ে দিয়েছেন, ‘আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি...।’
৩ / ৫
একসময়ের লাক্স তারকা নাফিজা জাহান এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। সেখানেই বিয়ে করে সংসারীও হয়েছেন। এই তারকা আজ তাঁর ফেসবুকে লিখেছেন, ‘মাঝেমধ্যেই সম্পর্কগুলো খারাপ হওয়া খুব দরকার, তাহলে মানুষের আসল চরিত্র ধরা পড়ে।’
৪ / ৫
চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’ দিয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু মন্দিরা চক্রবর্তীর। এরপর চলচ্চিত্রেও অভিনয় করেছেন। গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নীলচক্র’ ছবিটি। এই ছবিতে মন্দিরা অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। মন্দিরার ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, তিনি ভারতের মুম্বাইয়ে হোলি উৎসবে মেতেছেন। কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে সবাইকে হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকে লিখেছেন, তেলেগু ছবির সুদর্শন অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে তিনি এবারের হোলি উৎসব উদ্‌যাপন করছেন।’
৫ / ৫
চিত্রনায়িকা তানহা তাসনিয়া তাঁর ফেসবুকে লিখেছেন, ‘সব অজুহাত মিথ্যা, যে থাকার সে হাজার যুদ্ধ করে থাকবে!’