স্বপ্নে একালের সিরাজ হয়ে গেলেন নবাব সিরাজ

বাংলাদেশ থিয়েটারের ৩৫ বছর পূর্তি উৎসবে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’ নাটকটিছবি: সংগৃহীত

‘নবাব সিরাজদ্দৌলা’ সিনেমা দেখে আনোয়ার হোসেনের ভক্ত হয়ে যান সিরাজ। স্বপ্ন দেখেন, একদিন নবাব সিরাজদ্দৌলার চরিত্রে অভিনয় করবেন। তারপর একদিন স্বপ্ন দেখেন সত্যিই তিনি নবাব সিরাজদ্দৌলা হয়ে গেছেন। ইতিহাসের পাতা থেকে জীবন্ত হয়ে ওঠেন নবাব সিরাজদ্দৌলা। বাংলাদেশ থিয়েটারের ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’ নাটকের এটিই পটভূমি। এই নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে বুধবার জাতীয় নাট্যশালায় শুরু হয় বাংলাদেশ থিয়েটারের ৩৫ বছর পূতি উৎসব।

বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের উন্মুক্ত প্রাঙ্গণে ঢোলবাদ্যির তালে তালে নীলাকাশে রংবেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। আলোচনা শেষে মূল মিলনায়তনে পরিবেশিত হয় ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’। শচীন সেনগুপ্তের মূল নাটক অবলম্বনে নবনাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আবদুল আজিজ।

বিকেলে মুক্তমঞ্চে পথনাটক পরিবেশন করে মৈত্রী নাট্য সম্প্রদায়, নৃত্য পরিবেশন করে নূপুরের ছন্দ ও নান্দনিক নৃত্য সংগঠন। সংগীত পরিবেশন করে তিন চাকার তারকা খ্যাত ওমর আলী, মিরাজ বাউল, আজিজ রেজা।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’ নাটকটি

তিন দিনের উৎসবে প্রতিদিন সন্ধ্যায় নাটকের পাশাপাশি বিকেল চারটা থেকে মুক্তমঞ্চে পরিবেশিত হবে নাটক, নৃত্য, গান ও আবৃত্তি। কাল বৃহস্পতিবার দ্বিতীয় দিন মঞ্চায়ন হবে খন্দকার শাহ্ আলমের একক নাটক ‘আমি’ আর শুক্রবার শেষ দিন মঞ্চায়ন হবে নাটক ‘সী-মোরগ’। এ ছাড়া সমাপনী আয়োজনে আরও থাকছে আনন্দ শোভাযাত্রা ও মঞ্চমেলা।