বটতলার ১১ বছর
একটা নতুন দল করতে হবে, যেটি হবে একেবারেই উন্মুক্ত জায়গা। যেকোনো দল থেকে যে–কেউ এখানে এসে অভিনয় করতে পারবেন। ১১ বছর আগে এই ভাবনা থেকেই যাত্রা শুরু হয় কিছু স্বপ্নবান তরুণের। কারণ, তত দিনে খ্যাপাটে নাটকগুলো প্রায় মঞ্চছাড়া। ‘দর্শক নেই, দর্শক নেই’ বলে হাহাকার ওঠে প্রতিনিয়ত। তরুণেরা নাটক বানালেন। মঞ্চে এল ‘খনা’, ‘ক্রাচের কর্নেল’-এর মতো নাটক। এই ১১ বছরে তাঁরা মঞ্চে এনেছেন ১০টি মূলধারার নাটকসহ আরও কিছু উন্নয়নমূলক ও প্রতিবাদী নাটক। দর্শক নাটক দেখেন, আলোচনা করেন, অংশগ্রহণ করেন এই দলের সঙ্গে নানা কাজে। আর দেখতে দেখতেই দলটি পার করেছে ১১ বছর। নাটকের এই দলের নাম বটতলা।
গত ২৭ আগস্ট ছিল বটতলার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি আজ উদ্যাপন করবেন বটতলার সদস্যরা। আজ ২ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বটতলার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিবার্ষিক সম্মেলন। দলের পরিচালক ব্রাত্য আমিন প্রথম আলোকে জানান, আজ সোমবার বিকেলে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করা হবে। সম্মেলন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন শেষে রাত সোয়া আটটায় বটতলার সদস্যদের অংশগ্রহণে হবে গানের আসর। রাত ৮টা ৪০ মিনিটে মঞ্চস্থ হবে নাটক ‘সময়ের প্রয়োজনে’। নাটকটি কথাসাহিত্যিক জহির রায়হানের লেখা গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন নাজিফা তাসনিম খানম, নির্দেশনা দিয়েছেন ইমরান খান।
নাটক মঞ্চায়নের পাশাপাশি বটতলা পরিচালনা করছে অভিনয় শেখার স্কুল ‘অ্যাক্টরস স্টুডিও’। এখন এই স্কুলের ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ চলছে।
বটতলার প্রযোজনাগুলো একটু অন্য রকম—বাংলার চিরায়ত গ্রামীণ মেলা নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ধামাইল’, পুরুষতান্ত্রিকতা দিয়ে নারীর জ্ঞানকে অসম্মান নিয়ে নাটক ‘খনা’, তাজরীন ফ্যাশনসে আগুনে পুড়ে নিহত পোশাকশ্রমিকদের নিয়ে ‘জতুগৃহ’, আফ্রিকার রাজনৈতিক নাটক ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’। আর বটতলাকে নতুন করে চিনিয়েছে যে নাটকটি, সেটি ‘ক্রাচের কর্নেল’। শাহাদুজ্জামানের উপন্যাস অবলম্বনে এই প্রযোজনা বটতলাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। ঢাকার মঞ্চে জনপ্রিয় ও ভালো নাটকগুলোর মধ্যে ‘ক্রাচের কর্নেল’ অন্যতম।