টম হ্যাঙ্কসের সঙ্গে দেখা হলে কী করবেন প্রভা

প্রভার প্রিয় অভিনেতা টম হ্যাঙ্কসকোলাজ: আমিনুল ইসলাম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্ট দেখে সাদিয়া জাহান প্রভাকে ফোন করা। কিন্তু আলাপের শুরুতেই বললেন, তাঁর একাউন্টটি খুবই ব্যক্তিগত। সেই পোস্ট নিয়ে নিউজ হোক, তা কিছুতেই চান না। তাই নাটকের সেটে থাকা প্রভার সঙ্গে আলাপ হলো অন্য নানা বিষয় নিয়ে। করোনাকালের ঘরবন্দী দিনগুলোয় প্রভা ছবি এঁকেছেন আর ছবি (সিনেমা) দেখেছেন। কী কী সিনেমা দেখলেন?

নাটকের সেটে থাকা প্রভার সঙ্গে আলাপ হলো অন্য নানা বিষয় নিয়ে
ইনস্টাগ্রাম

উত্তরে তিনি বললেন, ‘কী কী দেখিনি, তা–ই বলুন। নতুন, পুরোনো, ক্ল্যাসিক, বাণিজ্যিক, নানা ভাষার ছবি দেখলাম। টম হ্যাঙ্কস আমার প্রিয় অভিনেতা। তবে উনার “সেভিং প্রাইভেট রায়ান” সিনেমাটা আগে দেখা ছিল না। দেখলাম। দেখেই ঠিক করলাম, টম হ্যাঙ্কসের পুরোনো সব সিনেমা দেখব। একে একে আবারও দেখা শুরু করলাম “ফরেস্ট গাম্প”, “ফিলাডেলফিয়া”, “গ্রিন মাইল”, “কাস্ট অ্যাওয়ে”, “ক্যাচ মি ইফ ইউ ক্যান” ছবিগুলো। কী দারুণ অভিনয়!’

সাদিয়া জাহান প্রভা
ইনস্টাগ্রাম

হ্যাঙ্কসের পরপর দুই বছরে দুটি অস্কার নিয়ে কথা উঠতেই তেমন একটা পাত্তা না দিয়ে বললেন, অস্কার বা অন্যান্য পুরস্কার—এগুলো আসলে ভাগ্য। তা না হলে অনেক আগেই লিওনার্দো ডিক্যাপ্রিওর অস্কার পাওয়ার কথা। লিও বা টম যে মাপের অভিনেতা, তাঁদের তো প্রায় প্রতিটি ছবিতেই অস্কার পাওয়ার কথা।

সিনেমার পাশাপাশি বেশ কিছু আলোচিত ওয়েব সিরিজও দেখেছেন প্রভা। সেগুলোর ভিতর ‘মানি হেইস্ট’, ‘উইচার’, ‘লুসিফার’ উল্লেখযোগ্য। এর ভিতর ‘লুসিফার’ খুব একটা ভালো লাগেনি প্রভার। কিছুটা একঘেয়ে লেগেছে।

টম হ্যাঙ্কসকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই প্রভার। তাই জানতে চাইলাম, এই অভিনেতার সঙ্গে দেখা হলে কী বলবেন? জবাব এল, ‘শুধু কাঁদব আর কাঁদব। খুশিতে, দুঃখে।’ খুশিতে তো বুঝলাম, দুঃখে কেন? ‘দুঃখে, কারণ, একটা মানুষ কত ভালো অভিনয় করে, কোন মাত্রার অভিনয় করে, সেটা মনে করে!’ বললাম, ঠিক আছে, কান্না শেষ করে কী বলবেন? বললেন, ‘টম হ্যাঙ্কসকে দেখে কান্না যে শুরু হবে আমার, তা আর শেষ হবে না। তাই কোনো কথা বলা হবে না।’

সিনেমার পাশাপাশি বেশ কিছু আলোচিত ওয়েব সিরিজও দেখেছেন প্রভা
ইনস্টাগ্রাম

সিনেমার পাশাপাশি বেশ কিছু আলোচিত ওয়েব সিরিজও দেখেছেন প্রভা। সেগুলোর ভিতর ‘মানি হেইস্ট’, ‘উইচার’, ‘লুসিফার’ উল্লেখযোগ্য। এর ভিতর ‘লুসিফার’ খুব একটা ভালো লাগেনি প্রভার। কিছুটা একঘেয়ে লেগেছে।

করোনাকালের শুরুতে বেশ কিছুদিন বাসায় ছিলেন প্রভা। জুলাই থেকে আবার সেটে যাওয়া–আসা শুরু করেছেন। বেশ কিছু ঈদের নাটক করেছেন। এক ঘণ্টার কিছু নাটকও করেছেন। এনটিভির সিরিয়াল ‘পরের মেয়ে’র শুটিং করছিলেন। কথার এক ফাঁকে বললেন, ‘শট দেব, ডাকছে, রাখি?’ শেষ হলো আলাপ।

করোনাকালের শুরুতে বেশ কিছুদিন বাসায় ছিলেন প্রভা। জুলাই থেকে আবার সেটে যাওয়া–আসা শুরু করেছেন
ইনস্টাগ্রাম