শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব নিচ্ছি: সৈয়দ জামিল আহমেদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছর এই দায়িত্ব পালন করবেন তিনি।
ছাত্র–জনতা অভ্যুত্থানের পটভূমিকায় গত ১২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। টানা ১৩ বছর পর এই দায়িত্বে ছিলেন তিনি। লাকীর পদত্যাগের পর অনেকে সৈয়দ জামিল আহমেদকে মহাপরিচালকের দায়িত্বে আনার দাবি তুলেছিলেন। তবে দায়িত্ব নেওয়ার প্রশ্নে আগ্রহী ছিলেন না তিনি।
এর মধ্যে দায়িত্ব নেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল তাঁকে ফোন করেছিলেন। প্রথম আলোকে আজ সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘আমি একদমই নিতে চাইনি। উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আমাকে কল দিয়েছিলেন। আমাকে বোঝালেন, ওনার কথাগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এতগুলো মানুষ শহীদ হয়েছে, এখন পরিবর্তনের সুযোগ এসেছে। শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব নিচ্ছি।’
আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন সৈয়দ জামিল আহমেদ। দায়িত্ব নেওয়ার পর কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সামনে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
আপাতত শুধু এটুকু বললেন, ‘আমি চাইব, আর্থিক, প্রশাসনিকসহ শিল্পকলার সব ক্ষেত্র স্বচ্ছ হবে। এটা মূলত নাট্যকর্মী, সংস্কৃতিকর্মীদের জন্য তৈরি করা হয়েছে। তাঁদের নিয়েই আমরা কাজ করব। সবার সহযোগিতা চাইছি।’
নাট্যনির্দেশক ও গবেষক সৈয়দ জামিল আহমেদের জন্ম ১৯৫৫ সালে। ১৯৭৮ সালে নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে গ্র্যাজুয়েশন এবং ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারইক থেকে নাট্যকলা বিষয়ে এমএ ও ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন সৈয়দ জামিল আহমেদ।
তাঁর নির্দেশিত প্রথম দিককার মঞ্চনাটকের মধ্যে উল্লেখযোগ্য ঢাকা থিয়েটারের ‘চাকা’, ঢাকা পদাতিকের ‘ইন্সপেক্টর জেনারেল’, ‘তালপাতার সেপাই’, ‘রাক্ষকখোক্ষস’, ‘আহ কমরেড’ ও দুই পর্বের এপিক নাটক ‘বিষাদসিন্ধু’।
২০১৭ সালে সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত রিজওয়ান মঞ্চনাটকটি তুমুল আলোচিত হয়। ২০১৮ সালে তাঁর নেতৃত্বে গঠিত হয়েছে অলাভজনক ও পেশাদার নাট্যদল ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’। এই দল থেকে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘বিস্ময়কর সবকিছু’, ‘৪.৪৮ মন্ত্রাস’ ও ‘আমি বীরাঙ্গনা বলছি’ মঞ্চে এনেছেন তিনি।