মঞ্চে এসেছে ‘মহাশূন্যে সাইকেল’

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের দৃশ্য

ঢাকার মঞ্চে যোগ হয়েছে আরেকটি নতুন নাটক। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা মহাশূন্যে সাইকেল মঞ্চে এনেছে নাট্যদল অনুস্বর। নাটকটি নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। টানা ৫ দিনে নতুন এ নাটকের ৮টি প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে অনুস্বর। এটি তাদের ১১তম প্রযোজনা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহাশূন্যে সাইকেল নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয় বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। শুক্র ও শনিবার সন্ধ্যায় প্রতিদিন দুটি প্রদর্শনী ছিল। গতকাল রোববার ছিল নতুন এ নাটকের ষষ্ঠ প্রদর্শনী। আজ ১৬ ডিসেম্বর একই মঞ্চে নাটকটির দুটি প্রদর্শনী রয়েছে। বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় নাটকের প্রদর্শনী।

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের দৃশ্য

নাটকটি নিয়ে লেখক শাহাদুজ্জামানের ভাষ্য, ‘এই গল্পে এক চরিত্র মূলত নিজেকে দুই ভাগ করে দেখে। একই মানুষের দুটি সত্তার ভেতর বোঝাপড়া চলে। মূল গল্পটিকে সম্প্রসারিত করে এর নাট্যরূপ দিয়েছি নাট্যনির্দেশক সাইফ সুমনের উৎসাহে।’

নির্দেশক সাইফ সুমন বলেন, ভোগবাদিতা আর ব্যক্তিস্বার্থের কারণে মানুষ এখন প্রতিনিয়তই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিবার, বন্ধু, সমাজ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হচ্ছি আমরা। কখনো কখনো মানুষের মধ্যে বাস্তবের চেয়ে কল্পনা বা অলৌকিক জগৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরিবারের সঙ্গে থেকেও একা অনুভব করে। সে কথাই বলার চেষ্টা হয়েছে নাটকে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বিশেষ করে আলোর প্রক্ষেপণ, মঞ্চসজ্জা আর শিল্পীদের অভিনয়ের প্রশংসা করছেন অনেকে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ বারী, এস আর সম্পদ, প্রশান্ত হালদার, নুরুজ্জামান সরকার, রীমা, জীহান ইমতু, মোহাম্মদ রাকিব ও তানভীন।