নৃত্যাঞ্চল পদক পাচ্ছেন কুমকুম
২০২৪ সালের নৃত্যাঞ্চল পদক পাচ্ছেন কুমকুম রানী চন্দ। গত সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রে নৃত্যাঞ্চলের প্রাণপুরুষ মুহাম্মদ জাহাঙ্গীরের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করেন প্রয়াত মুহাম্মদ জাহাঙ্গীরের সহধর্মিণী রেহানা আক্তার।
অনুষ্ঠানের শুরুতেই নৃত্যাঞ্চলের সব শিল্পী ও সদস্যরা মঞ্চে ওঠেন। তাঁরা মুহাম্মদ জাহাঙ্গীরের নৃত্যাঞ্চল নিয়ে ভাবনা ও পরিকল্পনাকে বাস্তবায়ন করার শপথ নেন। পরে মুহাম্মদ জাহাঙ্গীরের কর্মময় জীবনের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
তথ্যচিত্র প্রদর্শনের পরে তাঁর কর্মজীবনের ওপর আলোচনা করেন মুহাম্মদ জাহাঙ্গীরের বড় ভাই অধ্যাপক মুহাম্মদ ইব্রহিম, অধ্যাপক ইসরাফিল শাহীন ও নৃত্যশিল্পী কাজল ইব্রাহিম। নৃত্যাঞ্চল এ দেশের মৌলিক ও সক্রিয় ধারার নৃত্য নিয়ে এগিয়ে যাবে—এমনটাই স্বপ্ন দেখতেন জাহাঙ্গীর। আলোচনায় সেসব কথাই উঠে আসে।
নৃত্যাঞ্চলের শিল্পীরা পরে ধামাইল নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নৃত্যাঞ্চলের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক শামীম আরা নীপা।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে লোকনৃত্য উৎসবে নৃত্যাঞ্চল পদক দেওয়া হবে।
প্রতি দুই বছর অন্তর লোকনৃত্য উৎসবের আয়োজন করে আসছে নৃত্যাঞ্চল।