আজ মঞ্চে ‘৪.৪৮ মন্ত্রাস’

২০২০ সালের মার্চে নাটকটি নিয়ে কাজ শুরু করেন জামিল আহমেদ।
ছবি: সংগৃহীত

জানুয়ারি মাসজুড়েই শিল্পকলা একাডেমির তিন মিলনায়তন ও মহিলা সমিতি মিলনায়তনে অন্তত ৭০টি পুরোনো নাটকের প্রদর্শনী হবে। আলোচিত পুরোনো নাটকের মধ্যে রয়েছে নির্দেশক সৈয়দ জামিল আহমেদের ‘৪.৪৮ মন্ত্রাস’। নাট্যদল স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ নাটকের প্রদর্শনী রয়েছে।

এরপর ৬ ও ৭ জানুয়ারি প্রতিদিন বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায়; ৮ থেকে ১২ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা সাতটায় ও ১৩ জানুয়ারি বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায় সমাপনী মঞ্চায়ন হবে। ব্রিটিশ নাট্যকার সারাহ কেইনের লেখা এ নাটকে বিষণ্নতায় আক্রান্ত এক তরুণ শিল্পীর গল্প উঠে এসেছে; যিনি সমাজের খুন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও ধর্মীয় অসহিষ্ণুতার মতো সহিংসতার সাক্ষী। নাটকটি অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ।

নির্দেশক সৈয়দ জামিল আহমেদ।
ছবি: প্রথম আলো

২০২০ সালের মার্চে নাটকটি নিয়ে কাজ শুরু করেন জামিল আহমেদ; মাঝে করোনার হানায় কাজ খানিকটা থমকে গেলেও অনলাইনে সচল ছিল তাঁর নাট্যদল। বছরের শেষভাগে করোনার প্রকোপ কমলে ডিসেম্বরে ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটকের ১৭টি প্রদর্শনী হয়। বিধিনিষেধের কারণে অর্ধেক আসন খালি রাখায় অনেক দর্শক আগ্রহ থাকলেও নাটকটি দেখতে পারেননি। তাঁদের কথা বিবেচনায় রেখেই আবারও নাটকটি মঞ্চে আনছে তারা।

নাটকটি এরপর মঞ্চে না-ও আসতে পারে বলে জানান নির্দেশক। ভবিষ্যতে নতুন নাটক নিয়ে কাজ করবে স্পর্ধা। এ কারণে আগ্রহী দর্শকদের জন্য ‘৪.৪৮ মন্ত্রাস’ দেখার এটিই শেষ সুযোগ।

ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ ও ১০০০ টাকা।

আরও পড়ুন