শুটিং শেষ না করেই আবারও ত্রাণ দিতে ছুটলেন আরশরা
নোয়াখালীর মাইজদী উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্তদের ত্রাণ দিয়ে ২৪ আগস্ট ঢাকায় ফেরে ছোট পর্দার নায়ক আরশ খান, নায়িকা তাসনুভা তিশাসহ ৮ জনের একটি দল। ফিরেই ওই দিনই নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নেন দুজন। নাটকটির নাম ‘ছেলেরা সহজে কাঁদে না’। নাটকটির শুটিং এখনো শেষ হয়নি। দুই দিন শুটিং করেই আবার নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে বন্যাকবলিত এলাকাতে ছুটে গেছে আরশ ও তাঁর দল। তবে এবার দলে তাসনুভা তিশা নেই।
এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে তাসনুভা তিশা বলেন, ‘২৪ আগস্ট নোয়াখালী থেকে ভোরে ফিরেছি। ওই দিন দুপুরে শুটিং শুরু করি। পরের দিনও নাটকটির কিছু অংশ শুটিং হয়। এর মধ্যে আরশ আবার ত্রাণ নিয়ে লক্ষ্মীপুর অঞ্চলে চলে গেছেন। আসলে দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যার যে ভয়াবহতা দেখা গেছে, সেখানকার পরিস্থিতি দেখলে মন দিয়ে অন্য কাজ করা কঠিন। আমি নিজে ত্রাণ দিতে গিয়ে যা দেখে এসেছি, অবর্ণনীয়। এ কারণে আরশ আবারও ছুটে গেছেন অসহায় মানুষের জন্য।’
তিশা জানান, এবার তিনি যেতে পারেননি। বলেন, ‘আমারও যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই আমার বাসা পরিবর্তন করতে হয়েছে। এ কারণে এদিকে সময় দেওয়া লাগছে। তা না হলে আমিও যেতাম আরশদের সঙ্গে। তবে ঢাকায় বসে ত্রাণের জন্য ফান্ড তৈরির কাজ করছি।’
রোমান্টিক প্রেমের গল্প নিয়ে ‘ছেলেরা সহজে কাঁদে না’ নাটকটির কাহিনি।
নাটকটির নায়িকা তিশা জানান, একটি ছেলে ও একটি মেয়ের প্রেমের গল্পটি বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক। কবে শেষ করবেন নাটকটির শুটিং?—জানতে চাইলে তিশা বলেন, ‘এখন এটি আরশের ওপর নির্ভর করে। আর এক দিন শুটিং করলে কাজ শেষ হয়ে যাবে। ত্রাণ বিতরণ শেষ করে আরশ ফিরলেও কাজটি শেষ করব আমরা।’ নাটকটি পরিচালনা করছেন বাপ্পী খান। গল্পও তাঁর। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আজিজুল হক।