২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘অলীকবাবু’ মঞ্চে আনল থিয়েটার স্কুল

আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চস্থ হলো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘অলীকবাবু’; নাটকটির নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন। আজ বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকের প্রদর্শনী হয়েছে।

১ / ৭
প্রদর্শনীর আগে ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়
খালেদ সরকার
২ / ৭
এতে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের
খালেদ সরকার
৩ / ৭
সভাপতিত্ব করেন থিয়েটার স্কুলের অধ্যক্ষ রামেন্দু মজুমদার
খালেদ সরকার
৪ / ৭
১৮৭৭ সালে ‘অলীকবাবু’ নামের নাটকটি লিখেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সেই সূত্রে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেও মঞ্চস্থ হয়েছিল নাটকটি। এবার সেটির মঞ্চায়ন হলো ঢাকার শিল্পকলা একাডেমির আঙিনায়
খালেদ সরকার
৫ / ৭
হাস্যকর মিথ্যা কথা এবং ঘোর অসামঞ্জস্যকে উপজীব্য করে আবর্তিত হয়েছে প্রযোজনাটির ঘটনাপ্রবাহ। আর নাটকের মূল চরিত্র অলীকবাবুর মধ্যে মিথ্যা বলার প্রবণতার সঙ্গে অসমাঞ্জস্যপূর্ণ কার্যক্রম প্রবলভাবে বিরাজমান।
খালেদ সরকার
৬ / ৭
নাটকটির নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন
খালেদ সরকার
৭ / ৭
‘অলীকবাবু’ নাটকের একটি দৃশ্য
খালেদ সরকার