তীর্থযাত্রীদের নিয়ে নিউইয়র্কের মঞ্চে তৌকীর আহমেদ

‘তীর্থযাত্রী’ নাটকের দৃশ্য
ছবি : কবির বকুল

তিনটি কারণে নিউইয়র্কে আসাটা এবার আমার সার্থক। এক, ১০ মার্চ জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ দেখা। ১৭ মার্চ নিউইয়র্ক লাইভ আর্টস গ্যালারিতে বিপাশা হায়াতের চিত্র প্রদর্শনী দেখা এবং সবশেষে ১৮ মার্চ কুইনস থিয়েটারে নিউইয়র্কে বসবাসরত মঞ্চকর্মীদের পরিবেশনায় ‘তীর্থযাত্রী’ দেখা। হুমায়ুন কবিরের লেখা ‘তীর্থযাত্রী’ ও ‘তিন তার্কিক’ অবলম্বনে মঞ্চনাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তৌকীর আহমেদ।

বাংলা সংস্কৃতিকেন্দ্র ও নক্ষত্র–র দর্শনীর বিনিময়ে নাটক করার প্রথম প্রয়াস ‘তীর্থযাত্রী’ । প্রথম প্রদর্শনী যেহেতু নিউইয়র্কে হচ্ছে, তাই ভেবেছিলাম, টিকিট পেতে সমস্যা হবে না। কিন্তু খোঁজ নিতে গিয়ে শুনি, ১২ তারিখের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। শেষ ভরসা তৌকীর আহমেদ। তিনিই আমাকে একটি টিকিটের ব্যবস্থা করে দিলেন। বেশ কিছুদিন থেকেই তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী। নিউইয়র্কে বাস করছেন। কিন্তু এখানে এসেও কাজ বন্ধ রাখেননি। তারই সর্বশেষ স্বাক্ষর ‘তীর্থযাত্রী’ ।

কুইনস থিয়েটারে গিয়ে দেখি, থিয়েটার দর্শকে পরিপূর্ণ। পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়ে গেল। তারপর একসময় তীর্থযাত্রীতে ঢুকে পড়ি। আমরা দেখি, রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয়ী সেনাপতি তার সৈন্যদের উদ্দেশে বলছে, রণাঙ্গনের যুদ্ধ শেষ। এবার জীবনযুদ্ধের শুরু। যেখানে কোনো বিজয়ী নেই। পরাজয়ের ভেতরেই খুঁজে নিয়ো জয়ের গৌরব।

‘তীর্থযাত্রী’ নাটকের দৃশ্য
ছবি : কবির বকুল

সবাই বাড়ি ফিরে যায়। তিনজন ছাড়া। ওদের কোনো বাড়ি নেই। জ্ঞানের সন্ধানে পৃথিবীর পথে বেরিয়ে পড়ে। জ্ঞানপাহাড়ের সন্ধানে পাহাড়ে উপত্যকায় ছুটে বেড়ায়। সর্বত্র তারা দেখে যুদ্ধ—দৃষ্টিভঙ্গির যুদ্ধ, আমিত্বের যুদ্ধ, শ্রেষ্ঠত্বের যুদ্ধ।


পথে নানা পরিস্থিতির মুখোমুখি হয় তারা। নানা বিষয়ে তাদের মধ্যে চলতে থাকে তর্ক—নীতি ও নৈতিকতা কি সর্বজনীন? মানুষ কেন সৃষ্টির সেরা? সভ্য বলে? নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে তাঁরা জানতে পারে, ভাগ্যবান আর ভাগ্যহীনের মধ্যে ফারাকটা কোথায়। তাঁরা জানতে পারে, অধিকারের নিরপেক্ষ স্বাধীনতা বলে কিছু নেই। অধিকারের বিনিময়মূল্যেই নির্ধারিত হয় শান্তিপূর্ণ সহাবস্থান। আর এসবের ভেতরই তাঁরা জীবনের অর্থ খোঁজে।

‘তীর্থযাত্রী’র কলাকুশলী সবাই নিউইয়র্কবাসী। তাঁদের কারও অভিনয় আমি আগে দেখিনি। কিন্তু প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন।

তৌকির আহমেদ
প্রথম আলো

নাটকের কুশীলবরা হলেন কামাল হোসেন, জাকির হোসেন, আহমেদ নাসিম, শুক্লা রায়, মিল্টন আহমেদ, লায়লা ফারজানা, হীরা চৌধুরী, মমিনুল বসুনিয়া, প্রতিমা সুমি, মিলাদুন নাহার, শরীফ হোসেন, হৃদয় অনির্বাণ ও মার্জিয়া স্মৃতি।

আরও পড়ুন

তৌকীর আহমেদ জানান, মাত্র ছয় সপ্তাহ মহড়ার ফল ‘তীর্থযাত্রী’ । সেট, আলোক প্রক্ষেপণ ও শিল্প নির্দেশনা ছিল দারুণ। আবহ সংগীতের উপস্থাপনাটাও ছিল ব্যতিক্রম। যাত্রাপালার মতো। পাঁচজনের একটি দল আবহ সংগীত পরিবেশন করেন। সব মিলিয়ে তৌকীর আহমেদের তীর্থযাত্রী অনেক দিন চোখের আয়নায় মূর্ত হয়ে থাকবে।