‘গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেই প্রতিবাদী চরিত্র আর নেই’

গ্রুপ থিয়েটার দিবসে শোভাযাত্রাফাইল ছবি

গতকাল মঙ্গলবার সন্ধ্যা। সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার ভেতরে ও বাইরে তরুণদের ভিড়। দলে দলে ভাগ হয়ে আড্ডা দিচ্ছেন তরুণেরা। বুঝতে বাকি রইল না, সমাগত তরুণদের বেশির ভাগই মঞ্চনাটকের শিল্পী। কথা বলে জানা গেল, নাটক থাকুক না-থাকুক, প্রতি সন্ধ্যায় তাঁরা নাটকেরই টানে এখানে আসেন। ‘মঞ্চনাটক আমাদের রক্তের সঙ্গে মিশে আছে,’ বলছিলেন তরুণ এক নাট্যকর্মী মঞ্জুর রনি।
মুক্তিযুদ্ধের পরপর একদল মেধাবী তরুণের হাত ধরে দেশে মঞ্চনাটকের পথচলা শুরু। কালের পরিক্রমায় মঞ্চনাটক দেশের শিল্পমাধ্যমে নিজের আলাদা জায়গা করে নিয়েছে। মঞ্চকর্মীরা আলোকিত করে রেখেছেন বাংলাদেশের নাটক, চলচ্চিত্র আর সরকারি-বেসরকারি টেলিভিশন মাধ্যমকেও। ১৯৮০ সালের ২৯ নভেম্বর প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। প্রথমবার সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান নির্বাচিত হন রামেন্দু মজুমদার ও সেক্রেটারি জেনারেল নাসির উদ্দীন ইউসুফ।

আজ বুধবার ৪৩ বছর পূর্ণ করেছে সংগঠনটি। এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অগ্রহায়ণের সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ভেতর ও বাইরে হবে নানা কর্মসূচি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘মুনীর চৌধুরী’
সংগৃহীত

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলসংলগ্ন প্রাঙ্গণজুড়ে বিকেল চারটা থেকে এসব আয়োজন চলবে। ঢাকার অর্ধশতাধিক নাট্যদলের মধ্যে নতুন নাটকের পাণ্ডুলিপি বিতরণ দিয়ে শুরু হবে নাট্যনির্মাণ; প্রশিক্ষক-নির্দেশক-অভিনেতা-অভিনেত্রী-কলাকুশলীদের অংশগ্রহণে পরিচালিত হবে এই নাট্যনির্মাণ কার্যক্রম। তারপর ‘অবহেলায় মৃত্যু আর নয়’স্লোগান নিয়ে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ফিলিস্তিনেদের প্রতি সংহতি প্রকাশ করা হবে। মিলনায়তনের বাইরে প্রথম পর্বের আয়োজনের পরপরই জাতীয় নাট্যশালায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্ব শুরু হবে সমবেত জাতীয় সংগীত দিয়ে। রয়েছে ‘আজ যত যুদ্ধবাজদের হানা...’ গানের কথায় যুদ্ধবিরোধী গণসংগীত, ‘ইতিহাস জানো তুমি আমরা...’ গানে দেশাত্মবোধক ডান্স কোরিওগ্রাফি; ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদের পরিবেশনায় নাটক ‘সিদ্ধান্ত’ উপস্থাপনের মধ্যে দিয়ে হবে সাংস্কৃতিক পর্ব। এসহান খান উপলের রচনা ও নির্দেশিত নাটক সিদ্ধান্ত ফুটিয়ে তুলবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রথমবারের মতো গ্রুপ থিয়েটার সম্মাননা প্রদান করা হবে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী
সংগৃহীত

আজকের আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী বলেন, গ্রুপ থিয়েটার দিবসে নতুন নাটক নির্মাণ, নাট্যব্যক্তিত্বকে সম্মাননা প্রদান এবং নাট্যকর্মীদের সমবেত অংশগ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এক অর্থে সামগ্রিক সাংস্কৃতিক প্রবাহমানতায় নাট্যকর্মীদের অবদানের মূল্যায়ন এবং অগ্রযাত্রার নান্দনিক নিদর্শন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে কথা হয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সঙ্গে। তাঁর কণ্ঠে হতাশাই ফুটে উঠল যেন। ফেডারেশনের অন্যতম এ উদ্যোক্তা জানালেন, সংগঠনটি নিয়ে তাঁর বিন্দুমাত্র আগ্রহ নেই। তাঁর মতে, ফেডারেশন তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে।

মামুনুর রশীদ
ছবি : সংগৃহীত

ফেডারেশনের সেই প্রতিবাদী চরিত্র আর নেই। তিনি চান, ভবিষ্যতে তরুণেরা উদ্যোগ নিয়ে সংগঠনটিকে এগিয়ে নেবেন। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘আমাদের যৌবনের একটা বড় অংশ নিবেদন করেছিলাম ফেডারেশনের কার্যক্রমে। যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম, তার অনেকটাই পূরণ হয়েছে। শিল্পকলায় আজকের থিয়েটার কমপ্লেক্স, বিশ্ববিদ্যালয়গুলোয় নাট্যকলা বিভাগ চালু হওয়া কিংবা সেন্সর প্রথা বাতিল আমাদের ফেডারেশনের আন্দোলনের ফসল। অথচ এত বছর পর এসে সাংগঠনিক শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। সভাপতি ও নির্বাচিত সেক্রেটারির দূরত্ব বেড়েছে। ব্যক্তিগতভাবে আমি এই সংকট মেটানোর চেষ্টা করেও পারিনি। আমি মনে করি, সভাপতির উচিত এই সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার।’সংকট নিরসনে কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং পরস্পরের দূরত্ব বাড়ছে। ২০১৮ সালের ২৩তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে সর্বশেষ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি হয়। সেখানে লোকনাট্য দলের লিয়াকত আলী লাকী সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ঢাকা থিয়েটারের কামাল বায়েজীদ।

পরে ২০২২ সালের জানুয়ারি মাসে আর্থিক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও সাংগঠনিক স্বেচ্ছাচারিতার অভিযোগে সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ ও অর্থ সম্পাদক রফিক উল্লাহ্ সেলিমকে অব্যাহতি দেয় গ্রুপ থিয়েটার ফেডারেশন। নিজেকে নির্দোষ দাবি করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবং মানহানির অভিযোগ করে দুটি আলাদা মামলা করেন কামাল বায়েজীদ। এরপর তাঁকে ফেডারেশন থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ ফেডারেশন থেকে সদস্যপদ প্রত্যাহারের আবেদন জানায়। একই সূত্রে ফেডারেশনের মেয়াদোত্তীর্ণ কমিটির ‘স্বেচ্ছাচারিতা, অগঠনতান্ত্রিক ও অবৈধ কার্যক্রমের’ অভিযোগ এনে ‘সাধারণ নাট্যকর্মীবৃন্দ’ নামের একটি প্ল্যাটফর্মও গঠন করেন ফেডারেশভুক্তসহ দেশের বেশ কয়েকটি নাট্যদলের সদস্যরা।

এ প্ল্যাটফর্মের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ বারী প্রথম আলোকে বলেন, ফেডারেশনের মেয়াদোত্তীর্ণ কমিটির বিগত দুই বছরের কার্যক্রমে সারা দেশের নাট্যকর্মীদের মধ্যে একধরনের অনিশ্চয়তা ও আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ফেডারেশনের বর্তমান চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আরও কয়েকটি বড় সংগঠনের মেয়াদোত্তীর্ণের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, নির্বাচন দেওয়ার ইচ্ছা থাকলেও মামলার কারণে দিতে পারছেন না।

বিগত বছরগুলোয় ফেডারেশনের কার্যকারিতা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, ফেডারেশন আগের জায়গায় নেই। নাট্যকর্মীদের বরাবরের আক্ষেপ, হলসংকটসহ নাট্যচর্চায় নানা সমস্যা। সেসব নিয়ে যথাযথ আলোচনা নেই, সংকট সমাধানের উদ্যোগ নেই। পদপদবি আর নেতৃত্বের লড়াই আর পাল্টাপাল্টি কর্মসূচি নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে। তাই বলে নাট্যচর্চা থামেনি। থামেনি নতুন নতুন নাটকের যাত্রা। আসছে নতুন দলও। গতকাল সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় থিয়েটার অঙ্গনের নাটক ‘মুনীর চৌধুরী’। এদিন ছিল নাটকটির ২৫তম প্রদর্শনী। মঞ্চনাটকসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, আগামী দিনে তরুণেরা হয়তো এই সংকট সমাধানে ভূমিকা রাখতে পারবেন।