২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নতুন পাঁচ নাটক নিয়ে ‘আলী যাকের নতুনের উৎসব’

আলী যাকের
ছবি: প্রথম আলো

সাতটি নতুন নাটক নিয়ে ২০১৯ সালে নাগরিক নাট্যসম্প্রদায় শুরু করেছিল ‘নতুনের উৎসব’। করোনা মহামারির পর আবার এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। তবে বদলে গেছে নাম। নাম বদলে এবার তা হচ্ছে ‘আলী যাকের নতুনের উৎসব’ নামে। নতুন পাঁচটি নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ‘আলী যাকের নতুনের উৎসব ২০২৩’। নাগরিক নাট্যসম্প্রদায়ের ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই উৎসব শুরু হচ্ছে।

উৎসব উপলক্ষে বিস্তারিত জানাতে আজ রোববার সকালে ঢাকার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘নাগরিক নাট্যসম্প্রদায়কে এগিয়ে নিতে আলী যাকেরের যে ভূমিকা; সেটা অনন্য, অসাধারণ। তিনি নিজে নির্দেশনা দিয়েছেন, রূপান্তর করেছেন, অভিনয় করেছেন। যখন যেখানে হাত দিয়েছেন, নিজের পরিচয়টাকে এত বড় করে দাঁড় করিয়ে ফেলেছেন, সেখানে পৌঁছানো অনেকের জন্য কঠিন। তাঁকে স্মরণে একটা দায়বদ্ধতা থেকে এই উৎসব।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উৎসব আহ্বায়ক সারা যাকের, নির্দেশক অলোক বসু প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ জানুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। উৎসবে শুভাশিস সিনহা নির্দেশিত নির্দেশিত ‘রিমান্ড’, অলোক বসু নির্দেশিত ‘দ্য রেসপেক্টফুল প্রস্টিটিউট’, মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত ‘সখী রঙ্গমালা’, বাকার বকুল নির্দেশিত ‘আদম সুরত’ এবং আজাদ আবুল কালাম নির্দেশিত ‘অচলায়তন’, এই পাঁচ নাটক মঞ্চস্থ হবে। উদ্বোধনের পরদিন থেকে নাটকগুলো মঞ্চস্থ করা হবে। এই নাটকগুলো নির্বাচনে নাগরিক নাট্যসম্প্রদায়ের জ্যেষ্ঠ সদস্যদের পাশাপাশি জুরিবোর্ডে ছিলেন আবদুস সেলিম, মাসুম রেজা ও সুদীপ চক্রবর্তী।

বাংলাদেশের নাট্যচর্চায় অনন্য ভূমিকার জন্য এবারের উৎসবে সৈয়দ শামসুল হক, জিয়া হায়দার, খালেদ খান ও আলী যাকেরের নামে সম্মাননা প্রদান করা হবে। বাংলাদেশের নাট্যচর্চায় এই চার গুণীজনের বিশেষ অবদান স্মরণে প্রথমবারের মতো এ বছর থেকে নাগরিক নাট্যসম্প্রদায় সম্মাননা পদক প্রদান করতে যাচ্ছে।

২১ জানুয়ারি সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এই উৎসবের আহ্বায়ক সারা যাকের।