‘কবর’ মঞ্চায়নের মধ্য দিয়ে আরণ্যকের উৎসব শুরু

কবর নাটকের দৃশ্য। শনিবার সন্ধ্যায় মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়শুভ্রকান্তি দাশ

শুরুটা ১৯৭২ সাল। ওই বছরের ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি দিয়ে প্রথম মঞ্চে আসে আরণ্যক নাট্যদল। প্রতিষ্ঠার ৫৩ বছর উপলক্ষে ফেব্রুয়ারি মাসজুড়ে নানা আয়োজন সাজিয়েছে আরণ্যক নাট্যদল। শনিবার শুরু হয়েছে আরণ্যকের উৎসব।

‘তিমির হননে অগ্রসর হয়ে’ স্লোগান নিয়ে আয়োজিত মাসব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে। পর্যায়ক্রমে উৎসব ছড়িয়ে পড়বে সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও। শনিবার উদ্বোধনী অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হয় আরণ্যক নাট্যদলের ৫৩ বছর পূর্তির আয়োজন। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, তুষার খানসহ আরণ্যকের নবীন–প্রবীণ সদস্য ও কর্মীরা।

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
শুভ্রকান্তি দাশ

উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত গওহর আরা মামুনকে। তিনি আরণ্যক প্রধান নাট্যজন মামুনুর রশীদের সহধর্মিণী। আরণ্যক নাট্যদলে ছিল তাঁর নিত্য আসা–যাওয়া। উদ্বোধনীতে তাঁর প্রতিকৃতিতে ফুল দেন আরণ্যকের সদস্যরা।
৭ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির সেমিনার হলে বেলা তিনটায় রয়েছে ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শনী। ১৫ ফেব্রুয়ারি একাডেমির কফি হাউস চত্বরে অনুষ্ঠিত হবে পথনাটক উৎসব। ১৭ ফেব্রুয়ারি পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ছয়টায় থাকছে যন্ত্রসংগীত। সন্ধ্যা সাতটায় ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনী, রচনা ও নির্দেশনা মামুনুর রশীদ।
১৯ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ছয়টা থাকবে যন্ত্রসংগীত। সন্ধ্যা সাতটায় মঞ্চায়ন হবে নাটক ‘কম্পানি’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ। ২০ ফেব্রুয়ারি একই স্থানে সন্ধ্যায় ছয়টায় যন্ত্রসংগীতের পর থাকছে নাটক ‘ময়ূর সিংহাসন’। রচনা মান্নান হীরা, নির্দেশনায় শাহ আলম দুলাল।
২৮ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে শেষ হবে আরণ্যকের উৎসব। এদিন স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ছয়টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে নাটক ‘কহে ফেসবুক’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।

উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত গওহর আরা মামুনকে
প্রথম আলো

প্রতিষ্ঠার ৫৩ বছর উপলক্ষে প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধের ঠিক পরপরই’ ৭২-এর ফেব্রুয়ারিতে আমরা কয়েকজন মিলে প্রতিষ্ঠা করি আরণ্যক। স্মৃতিচারণা করতে গিয়ে এই বরেণ্য নাট্যব্যক্তিত্ব জানালেন, ‘আরণ্যক’ নামটি দিয়েছিলেন আবদুল্লাহ আল মামুন। মামুনুর রশীদ বললেন, ‘টেলিভিশনে বসে আবদুল্লাহ আল–মামুনের সঙ্গে কথা হচ্ছিল, বলেছিলাম, “একটা নাটকের দল করব, কী নাম দেওয়া যায়?” আবদুল্লাহ আল মামুন বললেন, “নাগরিক তো আছেই, তোমরা আরণ্যক হয়ে যাও।” তারপরই নাম দিলাম আরণ্যক।’

কবর নাটকের দৃশ্য। শনিবার সন্ধ্যায় মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়
শুভ্রকান্তি দাশ

প্রথম বছর ‘কবর’ নাটক মঞ্চায়নের পর অভিনীত হয় ‘পশ্চিমে সিঁড়ি’। ১৯৭৬ সালে মঞ্চে আসা ‘ওরা কদম আলী’ নাটকের বক্তব্যে মানবিক মূল্যবোধ, শ্রেণিসংগ্রাম আর প্রতিরোধের চেতনা স্পষ্ট। ১৯৭৯ সালে আরণ্যকের প্রযোজনা ওরা আছে বলেই। গ্রাম থেকে ভেসে আসা মানুষের সংঘবদ্ধ টিকে থাকার চিত্র এই নাটক। আরণ্যকের জনপ্রিয় প্রযোজনা ‘ইবলিশ’ এসেছিল ১৯৮১ সালে। দলের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, মান ও বক্তব্যের বিচারে ‘ইবলিশ’ অনেক উচ্চাকাঙ্ক্ষী নাটক।