নাটকে ভালোবাসার রং
বছর ঘুরে আবারও এসেছে ভালোবাসা দিবস। দিনটিকে সামনে রেখে টিভি চ্যানেলগুলোও বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের পরিকল্পনা নিয়েছে। বিনোদনভিত্তিক টিভি চ্যানেলগুলোতে গতকাল সোমবারই নাটক প্রচার শুরু হয়েছে, থাকছে তিন থেকে পাঁচ দিনের আয়োজন।
এনটিভি, বাংলাভিশন, আরটিভি, নাগরিকসহ বেশ কিছু চ্যানেলে ভালোবাসাবিষয়ক নাটক থাকছে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, এটিএন বাংলা, মাছরাঙা, বৈশাখী ও দেশ টিভিতে রয়েছে বিশেষ আয়োজন। নাটকগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপূর্ব, তৌসিফ মাহবুব, তানজিন তিশা, জোভান, সাফা কবির, মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, হিমি প্রমুখ।
৯টি নাটক প্রচার করবে এবার বাংলাভিশন। চ্যানেলটির অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ প্রথম আলোকে বলেন, ‘ফিকশনের প্রতি দর্শকের আলাদা আগ্রহ থাকে। এবার আমরা রোমান্টিক কমেডি গল্পনির্ভর নাটক নির্মাণ করেছি, যেটাকে বলে “রমকম”। খুব সিরিয়াস গল্প নিয়ে কাজ করিনি। আর শিল্পী নির্বাচনে দর্শকের চাহিদার বিষয়টি মাথায় রেখেছি। কমেডি থাকলেও মানের দিক দিয়ে কোনো ছাড় দেওয়া হয়নি।’
এনটিভি প্রচার করবে তিনটি নাটক—‘পেইন গেস্ট’, ‘তোকে পাওয়ার জন্য’, ‘মেমর অব লাভ’। চ্যানেলটির সহকারী ব্যবস্থাপক (অনুষ্ঠান ও যোগাযোগ) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, বেশ কয়েক মাস আগে থেকেই নাটকগুলো নিয়ে কাজ করছেন তাঁরা। বাজেট ভালো থাকায় কাজগুলোও মানসম্পন্ন হয়েছে। তাঁর ভাষ্যে, ভালোবাসার নাটকের দর্শকের বড় একটি অংশ তরুণ। তরুণদের কথা বিবেচনা করে নাটকের গল্প নির্বাচন করা হয়েছে।
সবশেষ কয়েক বছরে ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি নাটকে পাওয়া গেছে আফরান নিশো ও মেহজাবীনকে। তবে এ বছর তাঁদের কোনো নাটকে অভিনয়ের খবর মেলেনি। বছরখানেক ধরে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন তাঁরা, বাড়িয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে কাজ। ছোট পর্দার আরেক অভিনেত্রী তাসনিয়া ফারিণকেও এবার ভালোবাসার নাটকে পাওয়া যাবে না, কলকাতা থেকে ফেরার পর অসুস্থতার কারণে কাজ করতে পারেননি তিনি।
চলতি বছরে মোশাররফ করিম, অপূর্বদের মতো জ্যেষ্ঠ শিল্পীদের সঙ্গে মুশফিক আর ফারহান, হিমি, কেয়া পায়েলের মতো তরুণ শিল্পীদেরও দেখা যাবে। ভালোবাসা দিবসের নাটকে তরুণ শিল্পীদের নিয়ে কাজ করতে আগ্রহী থাকে টিভি চ্যানেলগুলো।
‘পোস্টম্যান’, ‘তোকে পাওয়ার জন্য’, ‘আই হেট ভ্যালেন্টাইন’সহ অন্তত সাতটি নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল। টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবেও এগুলো প্রচারিত হবে। তিনি বলেন, ‘সাতটা কাজ সাত রকমের, সেটি বিবেচনা করেই চরিত্রগুলো নির্বাচন করেছি। কোনোটির সঙ্গে কোনোটির মিল নেই। ঢাকার বাইরে টাঙ্গাইল, ফরিদপুর, বাগেরহাটে গিয়ে শুটিং করেছি। ঠান্ডার মধ্যে গ্রামে রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত শুটিং করেছি।’
ভালোবাসা দিবসের জন্য চারটি নাটক নির্মাণ করেছেন বি ইউ শুভ, চার নাটকেই অভিনয় করেছেন অপূর্ব। সব নাটকেই এই অভিনেতাকে নেওয়ার কারণ হিসেবে শুভ বলেন, ‘ওর সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো, আমার বেশির ভাগ কাজই ওর সঙ্গে।’ রোমান্টিক কমেডির বাইরে পারিবারিক ড্রামা নির্মাণে মনোযোগী হয়েছেন এই নির্মাতা। তাঁর ভাষ্যে, ‘পারিবারিক ড্রামায় প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ—সবই থাকে। সেই বিষয়গুলোই তুলে আনার চেষ্টা করছি। কমেডি নাটক সবাই বানাতে পারে না, জোর করে হাসানোর চেষ্টা করে লাভ নেই। আগে পারিবারিক নাটকের দর্শক ছিল, এখনো আছে।’
টিভি চ্যানেলের পাশাপাশি সিনেমাওয়ালা, গোল্লাছুট, সিএমভিসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলেও ভালোবাসার নাটক থাকছে।