মুঠোফোন ও টিভি সিরিয়ালে আসক্তির গল্পে ‘আবির্ভাব’

শনিবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবেবিটিভি

এক তরুণীর মুঠোফোন ও টিভি সিরিয়ালে আসক্তির গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘আবির্ভাব’। আলিম-উর-রহিমের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা।

এ নাটকে অভিনয় করেছেন হোসাইন নিরব, ফারজানা মিহি, শিল্পী সরকার অপু
বিটিভির সৌজন্যে

নাটকের গল্পে দেখা যাবে, গৃহবধূ মায়া মুঠোফোন ও টিভি সিরিয়ালের প্রতি আসক্ত। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য তৈরি হয়। এ আসক্তি শেষ পর্যন্ত কী পরিণতি ডেকে আনে, তা নিয়েই নাটকের গল্প সাজানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশন জানিয়েছে, শনিবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে। এ নাটকে অভিনয় করেছেন হোসাইন নিরব, ফারজানা মিহি, শিল্পী সরকার অপু, সাবিহা জামান ও মেহেরিন জাহান।

আরও পড়ুন