গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ বাতিল

আজ বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে বৈঠকের পর প্রতিবাদ সমাবেশ বাতিল করেছে ফেডারেশনছবি: পিআইডি

একটি নাটকের প্রদর্শনী বন্ধ ও নাট্যকর্মীদের ওপর দুষ্কৃতকারীদের হামলার প্রতিবাদে শুক্রবার ডাকা প্রতিবাদ সমাবেশ বাতিল করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

আজ বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফেডারেশন।
একদল ব্যক্তির বিক্ষোভের মুখে নিত্যপুরাণ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ হওয়ার প্রতিবাদে গত শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সেই সমাবেশে হামলা করে দুষ্কৃতকারী। এরপর আগামীকাল দেশজুড়ে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছিল গ্রুপ থিয়েটার ফেডারেশন।

ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংস্কৃতিক অঙ্গনে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কর্তৃক ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং নাট্যাঙ্গনে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালনে আশ্বাসের পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত প্রতিবাদ সমাবেশ বাতিল করা হলো।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে শত শত নাট্যকর্মীর ফ্যাসিস্ট সরকার পতনে সক্রিয় অবদানে উপদেষ্টা মহোদয় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রত্যাশা করেন, নাট্যকর্মীরাও রাজনৈতিক সংকট সৃষ্টি হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। আরও জানান, সুস্থ ও শান্তিপূর্ণ আলোকিত, সৃজনশীল সাংস্কৃতিক চর্চায় বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক ও সহযোগী হিসেবে পাশে থাকবে।’

আরও পড়ুন