সভাপতি পদে দাঁড়াবেন অভিনয়শিল্পী মৌসুমী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছরের মেয়াদ শেষ। আগামী নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এখনো। তার আগেই সমিতির সভাপতি পদে লড়বেন বলে ঘোষণা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। রোববার দুপুরে মুঠোফোনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
চলতি কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন মৌসুমী। নির্বাচিত হওয়ার তিন মাসের মাথায় ২০১৭ সালের ৩ জুলাই তিনি পদত্যাগ করেন। এবার তিনি সভাপতি প্রার্থী হচ্ছেন। আর এ নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে এবারই প্রথম একজন নারী সভাপতি প্রার্থী হচ্ছেন। মৌসুমী বলেন, ‘সবার অনুরোধেই প্রার্থী হতে যাচ্ছি। আমারও আগ্রহ ছিল। এই জায়গাটাতে এসে চলচ্চিত্র, চলচ্চিত্রশিল্পীদের জন্য নতুন কিছু করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আজ রাজ্জাক আঙ্কেল নেই। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি তাঁকে। এ ছাড়া ফারুক ভাই, সোহেল রানা ভাই, আলমগীর ভাই, উজ্জ্বল ভাই, কাঞ্চন ভাই, রুবেল ভাই, কবরী আপা, সুচন্দা আপা, ববিতা আপা, রোজিনা আপা, চম্পা আপাসহ জ্যেষ্ঠ গুণী শিল্পীদের কাছে যাব। তাঁদের আশীর্বাদ নিয়েই মাঠে নামব।’
সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তিন মাসের মধ্যে নির্বাচন না হওয়া, কখনো কখনো কমিটির জ্যেষ্ঠ নেতাদের মতামত না নিয়ে কোনো কোনো নেতার একক সিদ্ধান্ত নেওয়া, আবার কোনো নেতার সমিতির কার্যালয়কে ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহারসহ নানা অভিযোগ আছে বর্তমান কমিটি নিয়ে। এসব কারণে বর্তমান কমিটির বেশির ভাগ নেতাই নতুন নেতৃত্বের পক্ষে। আগামী নির্বাচনে সভাপতি হিসেবে সমর্থন দিচ্ছেন মৌসুমীকে। এ তালিকায় ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও অমিত হাসান থেকে শুরু করে বর্তমান কমিটিতে থাকা তারকা শিল্পী রিয়াজ, ফেরদৌস, পপি, পূর্ণিমারা আছেন। তাঁরা চাইছেন নেতৃত্বের পরিবর্তন। শিল্পী সমিতির আগামী নির্বাচনে শাকিব খান সভাপতি পদে নির্বাচন করবেন বলে শোনা গিয়েছিল। এখন তিনি আর নির্বাচন করবেন না। শাকিব খান বলেন, ‘মৌসুমী নির্বাচন করবেন, ভালো কথা। তাঁর জন্য আমার শুভকামনা। গত নির্বাচনেও আমি তাঁদের সমর্থন দিয়েছিলাম। এবারও আছি। পুরো প্যানেলটা ভালোভাবে যেন হয়। তাহলে শিল্পীদের জন্য ভালো কিছু হবে।’
তবে গতবারের মতো যেন আগামী নির্বাচনে কোনো নোংরামি না হয়, সেই বিষয়টি শিল্পীদের মাথায় রাখার আহ্বান জানিয়েছেন এই নায়ক। প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর মৌসুমীকে অভিবাদন জানান বর্তমান কমিটির সহসভাপতি রিয়াজ। তিনি বলেন, ‘মৌসুমীর চলচ্চিত্রের সঙ্গে দীর্ঘদিনের সখ্য। প্যানেল হলে মৌসুমীর প্যানেলে আমাদের মতো অনেকই থাকবেন। আমরা বর্তমান কমিটির পরিবর্তনের পক্ষে।’
তিনি আরও বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, স্পিকার নারী। শিল্পী সমিতির সভাপতি পদে একজন নারী এলে ভালোই হবে। আমরা তাঁকে স্বাগত জানাব। সভাপতি পদে নির্বাচন করতে রাজি হয়ে মৌসুমী একটি শুভ উদ্যোগের সূচনা করলেন বলে মনে করেন সমিতির বর্তমান কমিটির কার্যকরী কমিটির সদস্য চিত্রনায়ক ফেরদৌস। তিনি বলেন, ‘মৌসুমী একজন ভালো অভিনয়শিল্পী, ভালো মনের মানুষ। শিল্পী সমিতির সভাপতি হয়ে এলে সমিতি নতুনত্ব পাবে। মৌসুমীর সঙ্গে আমরা সবাই আছি।’
আগামী নির্বাচনে সম্ভাব্য সভাপতি প্রার্থী ছিলেন অমিত হাসান। মৌসুমী সভাপতি প্রার্থী হওয়ায় সরে দাঁড়িয়ে তাঁকে সমর্থন দিয়েছেন অমিত হাসান। তিনি বলেন, ‘মৌসুমী যেহেতু সভাপতি পদে দাঁড়াচ্ছেন, আমি আর দাঁড়াব না। তবে মৌসুমীসহ আমরা বসে সুন্দর একটা প্যানেল দেব। আলোচনা চলছে।’
মৌসুমীকে অভিনন্দন জানান বর্তমান কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য পূর্ণিমাও। তিনি বলেন, ‘আমি তাঁর পক্ষে। বর্তমান সময়ে মৌসুমীর মতো মানুষদেরই সমিতির সভাপতি হিসেবে আসা উচিত।’
এদিকে পুরো প্যানেলের বিষয়ে এখনই কিছু বলতে চাননি সভাপতি প্রার্থী মৌসুমী। তিনি বলেন, ‘জ্যেষ্ঠ শিল্পীরাসহ বর্তমান সব তারকা শিল্পীকে নিয়ে বসে আলোচনার ভিত্তিতে সাধারণ সম্পাদকসহ একটা ভালো প্যানেল দিতে চাই আমরা। তফসিল ঘোষণা হলেই তা জানা যাবে।’