শুভর হ্যাটট্রিক

আরিফিন শুভপ্রথম আলো

সিনেমায় তো হরহামেশাই অন্যের গানে ঠোঁট মেলান আরিফিন শুভ। দু-একবার নিজেও গেয়েছেন, তবে এবারই প্রথম র‍্যাপ গাইলেন এই অভিনেতা। এই গান সিনেমায় থাকবে, এমনটি ভাবলে ভুল করবেন। গানটি ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রচারণায় ব্যবহার করা হবে।

আরিফিন শুভ
ছবি: ফেসবুক থেকে

আগামী ৩ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’। এই সিনেমার প্রচারণার জন্য ভিন্ন কিছু করতে চাইছিলেন এই ঢালিউড নায়ক। সেই ভাবনা থেকেই ‘অ্যাকশন র‌্যাপ’।

শুভ বলেন, ‘সিনেমায় প্রচারণায় নতুনত্ব আনব, সেটাই একমাত্র ভাবনা ছিল। ভেবে দেখলাম, দেশে র‌্যাপ গানই কম হয়। সেখানে সিনেমায় তো বলতে গেলে নেই। প্রচারণায় কখনো শুনিনি। এককথায় বলতে গেলে, দেশে আগে হয়নি, সে জন্যই গানটি বেছে নিয়েছি।’

মিশন এক্সট্রিম ছবিতে ঐশী ও শুভ
সংগৃহীত

গানটি ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিংয়ের সময় গেয়েছিলেন শুভ। সেটা দুই বছর আগের কথা। গত বছর সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে আটকে যায় মুক্তি।

‘মিশন এক্সট্রিম’ ছবির টিজারে আরিফিন শুভ
ছবি: সংগৃহীত

সিনেমার সঙ্গে গানটিও আটকে যায়। এই নায়ক বলেন,‘একটা সাধারণ গান করা আর র‌্যাপ গান করা ভিন্ন বিষয়। এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। সময় নিয়ে প্রস্তুতি নিতে হয়েছে। অনেক মজার ঘটনাও ঘটেছে। সেগুলো বিহাইন্ড দ্য সিনে আমরা প্রকাশ করব।’

আরিফিন শুভ
ছবি: ফেসবুক

র‌্যাপ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান। কথা লিখেছেন র‌্যাপার ব্ল্যাক জ্যাং। কোরিওগ্রাফার ছিলেন সুমন রহমান। এই গান দিয়ে হ্যাটট্রিক করলেন শুভ। এর আগে ২০১৪ সালে ‘অগ্নি’ সিনেমায় গান করেছিলেন। সম্প্রতি ফুয়াদের সংগীত আয়োজনে ‘মনটা বোঝে না’ শিরোনামে দ্বিতীয় গানটি করেছেন। ভবিষ্যতে সিনেমায় গান করার ইচ্ছে আছে কি না, জানতে চাইলে শুভ বলেন, ‘আমি সব করলে অন্যরা কী করবে। করব কি না, সেটা সময়ই বলে দেবে।’