যে পাঁচটি ছবি দিয়ে খুলছে সিনেপ্লেক্স

সাত মাস পর দর্শক আবারও সিনেপ্লেক্সে বসে সিনেমা দেখবেন

রাত পোহালেই খুলছে সিনেপ্লেক্স। সাত মাস পর দর্শক আবারও সিনেপ্লেক্সে বসে সিনেমা দেখবেন। পাঁচটি সিনেমা দেখা যাবে কাল থেকে। দুটি বাংলাদেশি ও তিনটি হলিউডের। বাংলাদেশের সিনেমাগুলোর ভেতর কাল মুক্তি পাচ্ছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’। আর ২০১৯ সালের ২৯ নভেম্বর মুক্তি পাওয়া ‘ন ডরাই’ ছবিটিও দেখা যাবে কাল থেকে। সদ্য মুক্তি পাওয়া হলিউডের আলোচিত দুই সিনেমা—ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ ও ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’ও বাংলাদেশে মুক্তি পাবে কাল। সেই সঙ্গে ভিন ডিজেল অভিনীত সুপারহিরো ছবি ‘ব্লাডশট’ও দেখা যাবে। করোনার কারণে যখন মার্চে  সিনেপ্লেক্স বন্ধ হয়ে যাওয়ার সময় চলছিল সিনেমাটি।

‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উচ্ছ্বাস লক্ষ করা গেছে সিনেমাপ্রেমীদের ভেতর
সংগৃহীত

‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উচ্ছ্বাস লক্ষ করা গেছে সিনেমাপ্রেমীদের ভেতর। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। দীর্ঘ বিরতি ভেঙে এই ছবির জন্য ‘প্রথম’ গানটি গেয়েছেন অর্থহীন ব্যান্ডের সদস্য সুমন। ছবির অন্য গানগুলো গেয়েছেন সৌরিন, মাসুদ হাসান উজ্জ্বল এবং ভারতের সিধু ও সোমলতা। ছবিটি ঢাকার স্টার সিনেপ্লেক্স এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাবে।

তানিম রহমান পরিচালিত দ্বিতীয় ছবি ‘ন ডরাই’। ছবিটি প্রযোজনা করেছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারপারসন মাহবুব রহমান। মূল প্রোটাগনিস্ট আয়েশার চরিত্রে দেখা দিয়েছেন মডেল ও অভিনয়শিল্পী সুনেরাহ বিনতে কামাল। আর পর্দায় আয়েশার প্রেমিকের চরিত্রে দেখা দিয়েছেন শরিফুল রাজ। চিত্রনাট্য লিখেছেন ভারতের শ্যামল সেনগুপ্ত। ১৪ বছর বয়সে সার্ফিংয়ে নাম লেখানো নাসিমা ‘বিগিনার সার্ফিং বিভাগ’ নামের আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম হয়। আয়েশা চরিত্রটি এই নাসিমা চরিত্রের ছায়া অবলম্বনে নির্মিত।

মূল প্রোটাগনিস্ট আয়েশার চরিত্রে দেখা দিয়েছেন মডেল ও অভিনয়শিল্পী সুনেরাহ বিনতে কামাল
সংগৃহীত

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সচল হতে শুরু করেছে সিনেমা হল। দর্শক উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও ১০ বার অস্কারজয়ী ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘টেনেট’ তা ভুল প্রমাণ করেছে। ধারণা করা হয়েছিল, প্রথম সপ্তাহে ছবির ৩৪০ কোটি টাকার মতো হবে। কিন্তু প্রত্যাশা ছাড়িয়ে আয় করেছে ৪৫০ কোটি টাকারও বেশি। ১ হাজার ৭০০ কোটি টাকা খরচ করে বানানো ছবিটি মূলধন তুলে আয় করেছে প্রায় ৩ হাজার কোটি টাকা!

‘টেনেট’ শব্দটিকে কেন্দ্র করেই ছবির মূল রহস্য
সংগৃহীত

অ্যাকশন-থ্রিলারধর্মী এ ছবির গল্প এক সিআইএ এজেন্টকে ঘিরে। ‘টেনেট’ শব্দটিকে কেন্দ্র করেই ছবির মূল রহস্য। সময়কে নিয়ন্ত্রণ করতে পারা এই গুপ্তচরের লক্ষ্যটা একটু অন্য রকম। সে চায় আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে পুরো পৃথিবীকে রক্ষা করতে। এ লড়াইয়ে সে জড়িয়ে পড়ে জটিল সব জালে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন। এ ছাড়া তারকাবহুল ছবিটিতে আরও দেখা যাবে রবার্ট প্যাটিনসন, এলিজাবেথ ডেবিকি, মার্টিন ডনোভান, অ্যারন টেইলন জনসন, মাইকেল কেইন, কেনেথ ব্রানার, ডিম্পল কাপাডিয়ার মতো অভিনেতারা।

প্রচণ্ড বুদ্ধিমান আর সাহসী রাজকন্যা মুলানকে ভুলে যাওয়া কঠিন
সংগৃহীত

আপনি হয়তো ‘দ্য ব্যালাড অব মুলান’ কবিতা পড়ে মুলানকে চেনেন। বা নিদেনপক্ষে ১৯৯৮ সালে নির্মিত অ্যানিমেটেড ছবি ‘মুলান’ দেখেছেন। সে যেভাবেই হোক, প্রচণ্ড বুদ্ধিমান আর সাহসী রাজকন্যা মুলানকে ভুলে যাওয়া কঠিন। এবার পর্দায় আসছে ডিজনি নির্মিত পুরোনো সেই অ্যানিমেটেড মুলান-এর লাইভ অ্যাকশন ছবি। ‘মুলান’ নামেই আসছে এটি। ২০ সেপ্টেম্বর ডিজনির ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পায় ছবিটি। চলচ্চিত্রের গল্পটি মূলত নির্ভীক তরুণীর রোমাঞ্চকর মহাকাব্য নিয়ে নির্মিত। যে কিনা পুরুষের ছদ্মবেশ নিয়ে যুদ্ধে নেমেছিলেন।

ব্লাডশট’ আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ১৩ মার্চ
সংগৃহীত

হলিউডে দীর্ঘদিন ধরে চলছে কমিকসভিত্তিক সুপারহিরো ছবির জয়জয়কার। প্রতিবছরই হলিউডের ব্লকবাস্টার ছবির তালিকায় কোনো না কোনো সুপারহিরো ছবি থাকছে দোর্দণ্ডপ্রতাপে। সে রকমই একটি ছবি ‘ব্লাডশট’ আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ১৩ মার্চ। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছিল এই ছবিটি। ডেভিড এসএফ উইলসনের পরিচালনায় এ ছবির মূল নায়ক ভিন ডিজেল। আরও অভিনয় করেছেন গাই পিয়ার্স, এজা গনজালেস, স্যাম হিউগান, টবি কেববেলসহ অনেকে। আগে যাঁরা ছবিটি দেখতে চেয়েছিলেন, কিন্তু দেখা হয়নি, সিনেপ্লেক্স খুললে দেখে নিতে পারেন ছবিটি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি হলের আসনসংখ্যার ৪০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। টিকিট ক্রয়ের ক্ষেত্রে নগদ অর্থ লেনদেন না করে অনলাইনে টিকিট নেওয়াকে উৎসাহিত করা হচ্ছে।’