শিল্পী সমিতি তো আছেই; তারপরও তুমি বিয়ে করো: জায়েদ খানের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন
ছবি: প্রথম আলো

দুই দিন আগে মিশা–জায়েদ প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কদিন আগে করোনায় মাকে হারিয়েছি। বাবার মৃত্যুর এক বছরের মাথায় মা চলে গেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার আগে মা বলে গেছে, “তোমার বিয়ে করা লাগবে না। সমিতি নিয়েই থাকো”। দুই দিন পর আজ মঙ্গলবার কাঞ্চন–নিপুণ প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে জায়েদ খানকে পরামর্শ দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘ছোট ভাই, তোমাকে অনুরোধ করছি, শিল্পী সমিতি তো আছেই; তারপরও তুমি বিয়ে করো। তোমার সন্তান হোক। আমরা চাচা হই। তোমার বোধোদয় হোক। তুমি খালাম্মার কথা শোনো নাই, অন্তত আমাদের কথাটি শোনো। তোমার মঙ্গল হোক।’

ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান
ছবি: সংগৃহীত

এবারের চলচ্চিত্র শিল্পী নির্বাচনে দুটি প্যানেলে লড়ছেন চলচ্চিত্রের ৪২ জন অভিনয়শিল্পী। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে আছেন অমিত হাসান, শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, ডি এ তায়েব, সাইমন, শাহনূর, নিরব, ইমন, আজাদ খান, পরীমনি, আরমান, আফজাল শরীফ, কেয়া, নানা শাহ, জেসমিন, সাঙ্কোপাঞ্জা, গাঙ্গুয়া ও সীমান্ত। মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলে আছেন ডিপজল, রুবেল, সুব্রত, মৌসুমী, অরুণা বিশ্বাস, রোজিনা, আলীরাজ, সুচরিতা, নাদির খান, অঞ্জনা, বাপ্পারাজ, আসিফ ইকবাল, চুন্নু, আলেকজান্ডার বো, জয় চৌধুরী, জ্যাকি আলমগীর, জাকির হোসেন, ফরহাদ হোসেন ও হাসান জাহাঙ্গীর। সহযোগিতার হাত প্রসারিত করে কাজের পরিবেশ সৃষ্টি করার অঙ্গীকার করেছে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল। অন্যদিকে দুবার সমিতির নেতৃত্বে থাকা মিশা ও জায়েদের অঙ্গীকার—দেশপ্রেম-দায়িত্ব-শৃঙ্খলা-সুস্থ সংস্কৃতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

ইলিয়াস কাঞ্চন

মিশা-জায়েদ প্যানেল থেকে বলা হচ্ছে ইলিয়াস কাঞ্চন সব সময় শিল্পীদের পাশে ছিলেন না। পরিচিতি অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন সেই কথার পরিপ্রেক্ষিতে বলেন, ‘আমি সব সময় শিল্পীদের সঙ্গে ছিলাম। আগের নির্বাচনে আমাকে নির্বাচন কমিশনার হতে বলা হয়েছিল, আমি ছিলাম। শিল্পী সমিতির উপদেষ্টা কমিটিতে থাকতে বলা হয়েছিল, আমি ছিলাম। এবারও আমাকে নির্বাচন কমিশনারের দায়িত্ব নিতে বলা হয়েছিল। চিঠি দিতে চেয়েছিল। আমি বলেছিলাম, সব সময় এসবই করব নাকি? কই আমাকে তো কখনো সভাপতি হতে বলা হলো না! শুরুতে নির্বাচন করার কথা ছিল না। নিপুণ, রিয়াজ, ফেরদৌসসহ অন্যরা আমাকে এমনভাবে ধরেছে যে আমি না করতে পারিনি। তারা ভালো বলেই আমি তাদের সঙ্গে আছি।’

জায়েদ খান

ধন্যবাদ জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘তারা আমাকে সভাপতি হিসেবে চেয়েছে বলে আমি তাদের সঙ্গে আছি। এর আগে আমাকে কেউ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে নির্বাচন করতে বলেনি। তারা শুধু নিজেরাই এই পদে থাকতে চায়। নিপুণরা আমাকে ডেকেছে বলে আমি তাদের ধন্যবাদ জানাই।’