লাইফ সাপোর্টে অভিনেতা আমির সিরাজী
হঠাৎ করেই ২৪ ডিসেম্বর সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী। জরুরি ভিত্তিতে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা–নিরীক্ষা করে জানা যায়, তাঁর ফুসফুসে পানি জমেছে। শারীরিক জটিলতা থাকায় তাঁকে গতকাল শুক্রবার রাতেই হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখান থেকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। তথ্যগুলো নিশ্চিত করেছেন আমির সিরাজীর মেয়ে নুর জাহান সিরাজী।
নুর জাহান সিরাজী বলেন, ‘বাবা লাইফ সাপোর্টে আছেন, আমরা আল্লাহকে ডাকছি। আপনারা দোয়া করবেন।’ তিনি আরও বলেন, ‘গতকাল রাত থেকে খারাপ অবস্থায় ছিলেন। শুরুতে বাবার শ্বাসকষ্টে দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। অবস্থা খুবই গুরুতর ছিল। ডাক্তার ও পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েই আমরা লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নিয়েছি। ডাক্তার জানিয়েছেন, সকালের দিকে বাবা কিছুটা চোখ খুলেছিলেন। কিন্তু কোনো কথা বলতে পারেননি। তবে এখন একটু একটু করে বাবা যেন সুস্থ হয়ে ওঠেন, সে জন্য দোয়া চাই বাবার ভক্তসহ সবার কাছে।’
আগে থেকে কোনো শারীরিক সমস্যা ছিল কি না, তা জানতে চাইলে নুর জাহান বলেন, ‘একদমই হঠাৎ করে। আর একটাই সমস্যা, আমার বাবা চেইন স্মোকার। প্রচুর সিগারেট খান। গত বছরও প্রায় একই রকম সমস্যা ধরা পড়ে। তখন চিকিৎসকের কড়া নিষেধ ছিল সিগারেট ছেড়ে দিতে। কিন্তু এক বছর হলেও বাবা সিগারেট ছাড়তে পারেননি। গতকাল ডাক্তার বলেন, বেশ কিছু অনিয়মের কারণে ফুসফুসে পানি জমেছে। হার্টেরও ক্ষতি হচ্ছে।’
গত বছর ২৭ ডিসেম্বর ময়মনসিংহের নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হন আমির সিরাজী। তখনো অবস্থা গুরুতর হওয়ায় এই অভিনেতাকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পরের দিন তাঁর হার্টে সমস্যা ধরা পড়ে। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এই অভিনেতাকে চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করা হয়। পরে মাসখানেক তাঁর চিকিৎসা চলে।
আমির সিরাজী যাত্রাপালায় অভিনয়ের মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন দেখে তিনি ঢাকায় আসেন। তিনি চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তাঁর অভিনীত প্রথম ছবি ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’। আমির সিরাজীর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’।