লকডাউনে আটকে পড়া দুই তরুণ–তরুণীর প্রেমের গল্প
করোনার শুরুতে আটকে পড়া দুই বাসার তরুণ-তরুণীদের প্রেমের গল্প নিয়ে সিনেমা ‘লকডাউন লাভ স্টোরি’। সিনেমাটি আজ শুক্রবার দেশের ১০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। করোনাকালে দীর্ঘদিন পর ১১ মার্চ একসঙ্গে মুক্তি পেয়েছিল ‘গুণিন’ ও ‘শিমু’ নামের দুই সিনেমা। পরের সপ্তাহে মুক্তি পায়নি নতুন কোনো সিনেমা। এক সপ্তাহের বিরতিতে আবারও ঢালিউডে আজ একসঙ্গে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। অন্যটির নাম ‘জাল ছেঁড়ার সময়।’
করোনার প্রেক্ষাপট নিয়ে দেশে প্রথম কোনো সিনেমা মুক্তি পাচ্ছে আজ। ‘লকডাউন লাভস্টোরি’ ছবিটির শুটিং শুরু হয় ২০২০ সালে করোনা শুরুর পর। যখন শুটিং ছিল অনেকটাই বারণ ও আতঙ্কের নাম। কেউই শুটিংয়ে বের হচ্ছিলেন না। তখনো অনেকটাই চুপিসারে সিনেমাটির শুটিং হয়। গল্পের জন্য এমন পরিবেশ দরকার ছিল। ছবির নায়ক ইমন বলেন, ‘করোনার সেই সময়টার কথা মনে পড়ছে। তখন আমাদের চলচ্চিত্র কোন দিকে যাচ্ছিলাম, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। শুটিং করতেই সাহস হচ্ছিল না। তার পরেও ঝুঁকি নিয়ে কাজ করেছি। এ ধরনের গল্প সচরাচর আমাদের জীবনে আসে না। করোনার এই সময়ে পরিচালক ভিন্নধর্মী এই গল্পটা ভেবেছেন।’
শাহ আলম মণ্ডল পরিচালিত সিনেমাটি দিয়ে অভিষেক ঘটছে ঢালিউডে নতুন নায়িকা রেহনুমা মোস্তফা। ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এই তরুণ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি নিজেই সিনেমাটি নিয়ে অনেক বেশি আগ্রহী। দর্শক কীভাবে নেয়, সেটাই ভাবছি। তবে সিনেমার গল্পটা দর্শকদের ভালো লাগবে। একে এটি কোভিডের ওপর গল্প। অন্যদিকে দারুণ গল্প। যেখানে করোনার কারণে হঠাৎ দুটি পাশাপাশি বাসায় আটকে পড়ে দুই তরুণ-তরুণী। এটি তাদের ঘরবন্দী সময়ের প্রেমের গল্প। কিন্তু সিনেমায় মানসিক দ্বন্দ্ব, সংকটসহ অনেক কিছু তুলে ধরা হয়েছে।’
২০২০ সালে শুটিং শুরু হলেও সেই বছর বাইরে শুটিংয়ের পরিবেশ থাকায় পরের বছর বাইরের দৃশ্যে ধারণ হয়। শাহ আলম মণ্ডল জানালেন, ‘সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। করোনা মহামারির এই সময়ে আমাদের যাপিত জীবনে লকডাউনের যে প্রভাব, তার একটা চিত্র ফুটে উঠবে এই চলচ্চিত্রে। করোনার ঘরবন্দী সময়ে ভালোবাসা কেমন ছিল, সে গল্পও উঠে আসবে।’ ছবিটি যমুনা ব্লক বাস্টার, সৈনিক, গীতসহ দেশের ১০টির মতো সিনেমা হলে মুক্তির কথা রয়েছে।