‘রোশান আর বুবলী তো বড় স্টার, আমাকে আর কী দরকার?’
‘ওরাই তো বড় নায়ক–নায়িকা। আমাকে আর সিনেমার প্রমোশনে কী দরকার?’ নিজের অভিনীত ‘চোখ’ সিনেমাটি মুক্তির আগে নির্মাতা আসিফ ইকবাল জুয়েলকে এমন কথা বলেছেন ছবিটির অভিনেতা নিরব। আগামী শুক্রবার সারা দেশে মুক্তি পাবে ‘চোখ’। তার আগে শুরু হয়েছে প্রচার–প্রচারণা। এসবে অংশ না নিয়ে এ সময় এমন কথা কেন বললেন নিরব?
অথচ সিনেমার শুটিং এবং পরবর্তী প্রচারণায় সরব ছিলেন নিরব। সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে বিভিন্ন সময় ফেসবুকে একাধিক ছবিও পোস্ট করেছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি।
সেই ‘চোখ’ সিনেমাটি মুক্তির দিনক্ষণ যখন চূড়ান্ত, তখন নীরব হয়ে গেলেন অভিনেতা নিরব। নির্মাতা আসিফ ইকবাল জুয়েল আফসোস করে বলেন, ‘এত যত্ন করে সিনেমাটা বানালাম, সবাই সহযোগিতা করলেন। দেড় বছর পর সাহস করে মুক্তি দিচ্ছি। মানুষকে হলমুখী করার চেষ্টা করছি। দুঃখ, সিনেমাটির অন্যতম অভিনেতা নিরব ভাই প্রচারণায় নেই। এখন জোর করে কি কাউকে আনা যায়? টিজার বের হওয়ার পর থেকেই ভাই নীরব হতে শুরু করেন। এখন পুরোটাই চুপ।’
নির্মাতা জানান, ‘পোস্টার শেয়ার করলেন না। তাঁর সঙ্গে বুবলীর একটা গান বের হয়েছে, সেটাও শেয়ার করেননি।’ টিজার প্রকাশ্যে আসার পর কারও উপস্থিতি নিয়ে কোনো মনোমালিন্য হয়েছে কি না, এমন প্রশ্নে নির্মাতা জুয়েল বলেন, ‘সেটাও বুঝতে পারছি না। টিজার বের হওয়ার সময় ভাইকে বললাম, “ভাই, শেয়ার দিলেন না! আপনি শেয়ার করলে তো অনেক দর্শক জানতে পারবে।” ভাই বললেন, “রোশান আর বুবলী তো বড় স্টার। তাঁরা প্রচার করলেই হবে। আমাকে আর কী দরকার?” একজন নায়কের মুখে এমন কথা শুনে কষ্টই লাগল। এখন তাঁর সঙ্গে আরেক নায়ক থাকার কারণেই তিনি মন খারাপ করলেন কি না, জানি না। কিন্তু আমি এই ঘটনায় আপসেট।’
নিরবের ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, সর্বশেষ ৫ ও ৭ সেপ্টেম্বর বুবলীর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন তিনি। এরপর বেশির ভাগ পোস্টই তাঁর আরেক ছবি ‘অমানুষ’ নিয়ে। নিয়মিত নিজের ছবিও পোস্ট করেছেন, কিন্তু ‘চোখ’ নিয়ে কিছু নেই। ২১ সেপ্টেম্বর ‘চোখ’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। সেটাও তাঁর ফেসবুক পেজে দেখা গেল না। নির্মাতা বলছেন, ‘আপনি সিনেমার প্রচারণায় নেই। আপনি নিজেও ফেসবুকে সিনেমাটি নিয়ে কোনো পোস্ট করেননি। সিনেমাটি নিয়ে কেন আপনি চুপ? সত্যটা কী?’ এ সময় নিরব বলেন, ‘আমি এখন একটা অনুষ্ঠানে আছি। রাতে কথা বলব।’ পরে তাঁকে মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।