‘রিকশা গার্ল’–এর প্রশংসায় যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

রিকশা গার্ল সিনেমার সেট থেকে তোলা
সংগৃহীত

দেশের বাইরের কয়েকটি উৎসবে প্রদর্শিত বাংলাদেশি চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ একাধিক পুরস্কার পেয়েছে। এই চলচ্চিত্র এবার ঢাকায় বসে দেখলেন যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নরম্যান জে বেকার। সম্প্রতি তিনি বিশেষ কাজে ঢাকায় এসেছিলেন, তখনই তাঁর সম্মানে রিকশা গার্ল চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন চলচ্চিত্র–সংশ্লিষ্টরা। ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেন নরম্যান জে বেকার। প্রথম আলোকে এমনটাই জানালেন রিকশা গার্ল এই চলচ্চিত্রের অন্যতম প্রযোজক জিয়াউদ্দিন আদিল। তিনি জানালেন, যুক্তরাজ্যের প্রিভি কাউন্সিলের (রানির উপদেষ্টা) সদস্য ও দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নরম্যান জে বেকার ঢাকায় আসার পর গুলশানে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করি। তিনিও ছবিটি দেখে বেশ মুগ্ধতা প্রকাশ করেন।

যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঢাকায় এসেছিলেন, তখনই তাঁর সম্মানে রিকশা গার্ল চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন চলচ্চিত্র–সংশ্লিষ্টরা
ছবি : সংগৃহীত

জিয়াউদ্দিন আদিল জানালেন, নরম্যান জে বেকার ছবিটির সফলতাও কামনা করেন। ভিন্নধর্মী গল্পটি সিনেমার রঙিন পর্দায় সফলভাবে তুলে ধরার জন্য তিনি সংশ্লিষ্ট কলা-কুশলীদের ধন্যবাদ জানান। বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পরিচালক অমিতাভ রেজা। এ ছাড়া রিকশা পেইন্টিং ও এই ধরনের শিল্পকর্মের সঙ্গে এ দেশের মানুষের ঘনিষ্ঠতা আরও ভালোভাবে জানার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন নরম্যান। পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেন এই লিবারেল ডেমোক্র্যাট রাজনীতিবিদ।
বিশেষ এই প্রদর্শনীতে অতিথিদের কাছে ‘রিকশা গার্ল’ চলচ্চিত্র তৈরির পেছনের গল্প তুলে ধরেন প্রযোজক জিয়াউদ্দিন আদিল ও পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সোস্যাল কেয়ারের (এনএইচএস-এলবিটিএইচ) ব্যবস্থাপক নাসিম আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, ‘এজ দ্য ফাউন্ডেশনের ট্রাস্টি ইফতেখার আহমেদ খান, ব্যারিস্টার সৈয়দ আফজাল, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর অনারারি কনসাল ও রিকশা গার্ল চলচ্চিত্রের সহপ্রযোজক নাজির আলম প্রমুখ।

ইংরেজি ভাষায় তৈরি ‘রিকশা গার্ল’ সিনেমাটি বিভিন্ন দেশে প্রদর্শিত হয়
ছবি: সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি। যৌথভাবে এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ। চলচ্চিত্রের মূল চরিত্রে রয়েছে নাইমা নামের এক কিশোরী, যে কিনা ঘটনাক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে গ্রহণ করে। চলচ্চিত্রে নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র ও অন্যরা।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত রিকশা গার্ল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’সহ বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছে এবং চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।