‘বাংলা ভাষাভাষীদের দেখানো জরুরি মনে করি’
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ দেশের বেশ কয়েকটি মিলনায়তনে প্রদর্শিত হবে। ২৩ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ২৬ মার্চ রাজবাড়ী, ফরিদপুরের বিভিন্ন মিলনায়তনে দেখা যাবে ছবিটি। এর আগে বাংলা ভাষার সিনেমা উৎসবে গত ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেমাটি প্রদর্শিত হয়।
দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিনেমাটি প্রদর্শিত হওয়ায় খুশি নূরুল আলম আতিক। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই ছবি নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয়। কিন্তু নতুন প্রজন্মের অনেকেই এখন সিনেমা হলমুখী হন না। তা ছাড়া সিনেপ্লেক্সে চড়া দামে টিকিট কেটে ছাত্রদের সিনেমা দেখার আগ্রহও নেই। বিকল্প হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিনেমাটি দেখার ব্যবস্থা করার সুযোগ হলে মন্দ হয় না।’
এই পরিচালকের কথা, সিনেমাটি মুক্তির পর থেকেই তাঁর ইচ্ছা ছিল বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিনেমাটি প্রদর্শন করা, সশরীর সেসব জায়গায় যাওয়া, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলা। বলেন, ‘নিজের সামর্থ্য না থাকার কারণে সম্ভব হচ্ছে না। এখন যাঁরা নিজ ইচ্ছায় ছবিটি নিচ্ছেন, সেখানে দেখানোর সুযোগ করে দিচ্ছি আমরা। স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছবিটি দেখার জন্য আগ্রহী হয়েছেন। এটি আমরা যাঁরা সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট, তাঁদের জন্য একটা সুখবর।’ তিনি আরও বলেন, ‘সিলেট থেকেও ছবিটি প্রদর্শনীর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আশা করছি, এভাবে একদিন দেশের বেশির ভাগ জেলা, বিশ্ববিদ্যালয় ছবিটি নিয়ে যেতে পারব।’
ছবিটি কয়েকটি আন্তর্জাতিক উৎসবেও যোগ দিয়েছে। কিছুদিন আগে ভারতের গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এটি। ভবিষ্যতে ভারতের কলকাতা ও তুরস্কের একটি উৎসবে প্রদর্শিত হবে ছবিটি।
এদিকে দেশের বাইরেও বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তির প্রক্রিয়া চলছে। কানাডায় মুক্তি চূড়ান্ত হয়েছে। তবে তারিখ ঠিক হয়নি এখনো। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায়ও মুক্তির কথা চলছে। আতিক বলেন, ‘ছবিটি বাংলা ভাষাভাষীদের দেখানো জরুরি মনে করি। দেশের বাইরে বসবাসরত বাঙালিদের কাছে বাংলাদেশ, বাংলাদেশি কাজের প্রতি আলাদা টান থাকে। এ কারণে এই ছবির প্রতি একটা আলাদা আগ্রহ আছে তাঁদের। আমরা প্রবাসীদের কাছে ছবিটি নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি।’
‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, জ্যোতিকা জ্যোতি, আশনা হাবিব ভাবনা, জয়রাজ, দিলরুবা দোয়েল, শিল্পী সরকার অপু প্রমুখ।
২০১৬-১৭ অর্থবছরের সরকারের অনুদানের এই ছবি প্রযোজনা করেছেন মাতিয়া বানু শুকু। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে গত বছর ১০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।