‘বাঁধভাঙা’ ১১ শিল্পীর একজন বাঁধন
মানুষের মুখে মুখে থাকতে কে না চায়। মানুষের চোখের তারায় জ্বলজ্বলে তারকা হওয়ার বাসনা নিয়েই বিনোদন অঙ্গনে পা রাখেন হাজারো তরুণ। দিনের পর দিন নিজেকে ভেঙে এগিয়ে আসেন তাঁরা। আর তাঁদের গুটিকয় শিল্পী স্রোত ঠেলে সামনের সারিতে জায়গা করে নেন। এ বছরের সে রকম বাঁধভাঙা ১১ জন অভিনয়শিল্পীর একটি তালিকা প্রকাশ করেছে ভ্যারাইটি ম্যাগাজিন, যেখানে রয়েছে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নাম।
বাংলাদেশের মডেল ও টেলিভিশন অভিনেত্রী বাঁধনকে নিয়ে ভ্যারাইটি লিখেছে, এ বছর আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের আলোচিত রেহানা সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এটিই প্রথম কোনো মুখ্য চরিত্রে তাঁর অভিনয়। ব্যক্তিজীবনে ডেন্টাল সার্জারিতে প্রশিক্ষণপ্রাপ্ত বাঁধন একজন একাকী মা (সিঙ্গেল মাদার)। ১০ বছরের মেয়েকে নিয়ে তিনি ঢাকায় থাকেন।
রেহানায় তিনি একাকী মায়ের ভূমিকাতেই অভিনয় করেছেন, যিনি পেশায় মেডিকেল কলেজের একজন শিক্ষক। ছবিতে ওই কলেজেরই এক শিক্ষকের কাছে যৌন নির্যাতনের শিকার ছাত্রীর পক্ষে অবস্থান নেন তিনি।
এ রকম একটি তালিকায় জায়গা করে নিয়ে উচ্ছ্বসিত বাঁধন। তিনি বলেন, ‘ফেসবুকে ওই খবরের লিংকে আমাকে ট্যাগ করা হয়। স্ক্রল করে নিচে নামতে নামতে হঠাৎ চোখ আটকে যায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। নিজের নাম দেখে আনন্দে বোকা হয়ে গিয়েছিলাম আমি। বারবার দেখছিলাম, এত বড় একটি ম্যাগাজিনের আউট ব্রেকিং অভিনয়শিল্পীদের তালিকায় আমার নাম!’
বাংলাদেশ থেকে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আঁ সার্তেঁ রিগা শাখায় প্রতিযোগিতা করে রেহানা। এমনকি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পান বাঁধন।
ভ্যারাইটির ওই তালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছেন ব্রিটিশ–নাইজেরিয়ান অভিনেতা তোহিব জিমোহ। তিনি আলোচনায় এসেছেন কমেডি সিরিজ টেড লোসোতে অভিনয় করে। তাঁর পরই আছেন হংকংয়ের ২২ বছরের কিয়াং তু, যিনি হংকংয়ের পথে পথে গান ও স্টেজ শো করতেন।
তালিকায় আরও আছেন ইতালির অভিনেত্রী স্বমি রোতোলো, অনদিনা কাদরি; স্পেনের আলমুদিনা অ্যামর, মিলেনা স্মিথ; ফ্রান্সের বঁনজামা বঁইজা; দক্ষিণ কোরীয়–মার্কিন বংশোদ্ভূত ডন লি; দক্ষিণ কোরীয় অভিনেতা সুং হো ইয়ান; ভারতের আদর্শ গৌরব।
ভ্যারাইটি লিখেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্ট্রিমিংয়ের এই যুগে রাত পোহালে অনেকেই তারকা বনে যান। প্রথম কোনো শো জনপ্রিয় হলেও অনেকের ভাগ্য বদলে যায়। তবে আলোচনায় আসা এই অভিনয়শিল্পীদের কেউই ক্ষণিকের তারকা নন।