পূর্ণিমার কল্যাণে শুভেচ্ছায় ভাসছেন ইমন
২৬ মে রাতে জনপ্রিয় ঢালিউড তারকা পূর্ণিমা অভিনেতা ইমনকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তার পর থেকে অনেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইমন গত বছরগুলোয় ২৮ মে জন্মদিন উদ্যাপন করেছেন। এই অভিনেতার জন্মদিন আসলে কবে? জন্মদিনের প্রসঙ্গে জানতে চাইলে ইমন জানান, তাঁর জন্মদিন ২৮ মে। চিত্রনায়িকা পূর্ণিমা মজা করে দুই দিন আগে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তারপর থেকেই দুদিন ধরে সবাই ভুল দিনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
ইমন জানান, অভিনেত্রী পূর্ণিমার দেখাদেখি অনেকেই তাঁকে গত ২৬ মে বুধবার রাত থেকে ফোনে এবং ফেসবুকে বার্তা পাঠাচ্ছেন। তাঁরা দুজন জুটি বেঁধে দুটি সিনেমায় অভিনয় করেছেন। তারপর থেকেই তাঁদের মধ্য বেশ সখ্য। কাজের সুবাদেই ভালো বন্ধু তাঁরা। ইমন বলেন, ‘বলতে গেলে, পূর্ণিমার কল্যাণে এবার আমি জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছি তিন দিন ধরে। জন্মদিনের একদিন আগেই কেক কেটেছি। বেশ ভালোই লাগছে। অনেক দিন পর শৈশবের কথা মনে পড়ে গেল। তখন তিন–চার দিন আগে থেকেই জন্মদিন উপলক্ষে আলাদা খুশির আমেজে থাকতাম। এখনো তাই, জন্মদিনের আমেজেই আছি।’
জন্মদিন এখনো ইমনের কাছে বিশেষ। অভিনয় শুরুর পর বেশ কিছু জন্মদিনে আবেগে আপ্লুত হয়েছেন এই অভিনেতা। তিনি জানান, দেশের এবং প্রবাসী দর্শকদের কাছ থেকে একাধিকবার তিনি জন্মদিনের সেরা উপহার পেয়েছেন। বললেন, ‘আমার অভিনয়ের ক্যারিয়ার কতটা সফল, জানি না। আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। জন্মদিনে ভক্তরা আমার জন্য দোয়া করেন। অনেকেই উপহার পাঠান। অসংখ্য মানুষকে চিনি না। তাঁরা আমাকে নিয়ে স্ট্যাটাস দেন। অনেকের স্ট্যাটাস আমাকে আবেগপ্রবণ করে তোলে।’
মিডিয়ায় ১৪ বছরের ক্যারিয়ার ইমনের। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে নাটকে অভিনয় শুরু করেন। এখন তাঁকে নিয়মিত চলচ্চিত্রে দেখা যায়। দীর্ঘ এই ক্যারিয়ারে কখনো কেউ তাঁর পথচলায় বাধা হয়ে দাঁড়িয়েছে কি না? এর উত্তরে ‘আকবর’, ‘লাল টিপ’, ‘পদ্মপাতার জল’, ‘পরবাসিনী’খ্যাত ইমন বলেন, ‘সব জায়গায় কিছুটা রাজনীতি থাকেই। সবাইকেই এর মুখোমুখি হতে হয়। আমিও হয়েছি। সেগুলো নিয়ে কথা বলতে চাই না। আমি সব সময় আমার মতো করে কাজ করে গেছি। আমার যোগ্যতা দিয়েই নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি। কারও যোগ্যতা থাকলে পেছন থেকে কেউ আটকাতে পারবে না। আমি কাজ ভালোবাসি। কাজ নিয়েই মনোযোগী থাকতে চাই।’
লকডাউনে দীর্ঘদিন ক্যামেরার সামনে দাঁড়াননি ইমন। ইমন অভিনীত ‘বীরত্ব’ সিনেমার একটি গানের শুটিং বাকি। কক্সবাজার থেকে ‘কানামাছি’ সিনেমার শুটিং শেষ করে এপ্রিলে ঢাকায় ফিরেছেন। লকডাউনে আটকে যায় দুই দিনের শুটিং। ইমন অভিনীত ‘আগামীকাল’, ‘সাহসী যোদ্ধা’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।