কলকাতায় মাজনুন মিজানের ‘চক্কর’

‘চক্কর’ সিনেমার সহঅভিনেত্রী পৌলমী বসুর সঙ্গে মিজান
ছবি:সংগৃহীত

চিকিৎসার জন্য স্ত্রী ও কন্যাকে নিয়ে কলকাতায় গেছেন আতাহার আলী। এ চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান। সেখানে নানান রকম চক্করে পড়েন এই অভিনেতা। একসময় দেশে ফিরতে গিয়েও হোটেল, বিমানবন্দর, রাস্তায় নানা রকম সমস্যার মুখে পড়েন, যা তাঁদের জীবনকে অতিষ্ঠ করে তোলে। এসব অপ্রত্যাশিত ঘটনা ‘চক্কর’ নামের একটি সিনেমায় ঘটতে দেখা যাবে। সিনেমায় তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পৌলমী বসু। সিনেমাটির শেষ দিনের শুটিং আজ ২৮ নভেম্বর।

‘কোভিড সময়ের মধ্যে এটি পরিবারের সংগ্রামের গল্প’–মাজনুন মিজান
ছবি: প্রথম আলো

কলকাতা থেকে মাজনুন মিজান মুঠোফোনে বলেন, ‘সমসাময়িক গল্প। কোভিড সময়ের মধ্যে একটি পরিবারের সংগ্রামের গল্প। মানবিক বিভিন্ন বিষয় গল্পে তুলে ধরা হয়েছে। কিছু সময় মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যা জীবনকে অতিষ্ঠ করে তোলে। জীবনচলার পথে অপ্রত্যাশিত কিছু ঘটনাকে কেন্দ্র করেই “চক্কর”–এর গল্প। আমাদের শেষ সময়ের শুটিং চলছে। সিনেমাটির সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে ছিলাম। আমার পছন্দের একটি গল্প। আমাদের কাজটাও গোছানো। আমার সহ–অভিনেত্রী পৌলমী বসু, নির্মাতা থেকে শুরু করে সবাই খুব সহযোগিতা করছেন।’

সিনেমাটি ভারতেই বাণিজ্যিকভাবে মুক্তি পাবে
ছবি:সংগৃহীত

‘চক্কর’ পরিচালনা করছেন শামীম আহমেদ। এটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়া। ‘মজার ব্যাপার হচ্ছে এ সিনেমার পরিচালক প্রযোজক বাংলাদেশের। কিন্তু এ সিনেমা সেন্সর হবে ভারতে। এটি ভারতেই বাণিজ্যিকভাবে মুক্তি পাবে। কারণ, এখানে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল’ নামে অফিস চালু হয়ে হয়েছে। প্রযোজনাসূত্রে যত দূর শুনেছি, বাংলাদেশে মুক্তি পেতে হলে আমদানি রপ্তানির মাধ্যমেই শুধু মুক্তি পেতে পারে।’ বললেন অভিনেতা মিজান।

মাজনুন মিজান ‘বাকের খনি’ ও ‘মেহমান’সহ বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করছেন
ছবি:সংগৃহীত

মাজনুন মিজান ‘বাকের খনি’ ও ‘মেহমান’সহ বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। সম্প্রতি তিনি ফাখরুল আরেফীনের ‘জেকে ১৯৭১ ’-সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। এ ছাড়া তাঁর আরও দুটি সিনেমার শুটিং শুরু হবে।