‘পদ্মাপুরাণ’ অভিনেত্রী সন্তানের নামও রাখলেন ‘পদ্মা’
পদ্মাপারের মানুষের জীবনের নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে পদ্মাপুরাণ। রাশিদ পলাশের নির্মিত ছবিটির টিজার প্রকাশিত হলো শনিবার। একই দিনে ছবির নায়িকা সাদিয়া মাহির জীবনে এসেছে আরেকটি সুসংবাদ। আজই কন্যাসন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। এটি তাঁর প্রথম সন্তান। মেয়ের নাম রেখেছেন ‘পদ্মা’। ছবিতেও অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন সাদিয়া মাহি। পর্দায়ও তাঁর নবজাতকের নাম ছিল পদ্মা। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির অন্যতম নির্বাহী প্রযোজক গোলাম রাব্বানী।
রাশিদ পলাশ বলেন, ‘এই ছবিতে আমরা নদীপারের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মাপারের মানুষের গল্প। আমাদের পুরো টিমের জন্যই পদ্মাপুরাণ একটা যুদ্ধ ছিল। পদ্মা নদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম আমরা। পুরো টিমের সহযোগিতা ছাড়া কোনোভাবেই হতো না এ অসাধ্য সাধন। পদ্মাপুরাণ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ঢাকাসহ দেশের সর্বোচ্চসংখ্যক সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করছি। আশা করছি, নদীপারের এই সিনেমা দেখতে মানুষ সিনেমা হলে আসবেন।’
পদ্মাপুরাণ–এ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশীষ, সাদিয়া তানজিন প্রমুখ। ছবিতে পাঁচটা গান থাকছে। গানগুলো গেয়েছেন মুহিন, চন্দনা মজুমদার, সৌরিন, আরিফ, অঙ্কন।
নির্মাতা রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা প্রীতিলতা, যার প্রায় ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ। আগামী মাসের শেষের দিকে ছবির বাকি অংশের শুটিং হবে বলে জানান নির্মাতা।
আসছে ৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে পদ্মাপুরাণ। বর্তমানে ছবির নির্মাতা ও কলাকুশলীরা ব্যস্ত ছবির প্রচারণার কাজে।