‘নায়ক-নায়িকাদের দিয়ে “ফালতু কারবার” করতে চাই না’

সিনেমা হলে দর্শক টানতে ‘প্রচারণা’ একটি গুরুত্বপূর্ণ বিষয়। করোনাকালে দীর্ঘ সাত মাস পরে দেশের মাল্টিপ্লেক্স খুলছে ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি দিয়ে। ছবিটি নিয়ে তেমন প্রচারণা না থাকায় অনেকেই অবাক! তবে এই ছবির নির্মাতা গতানুগতিক প্রচারণায় বিশ্বাসী নন। তাঁর মতে, সিনেমার নায়ক-নায়িকাকে নিয়ে অদ্ভুত সব কাজ করলে দর্শকসমাগম বেশি হয়। কিন্তু এই ধরনের প্রচারণায় প্রকৃত সিনেমাপ্রেমীরা প্রতারিত ও হতাশ হন।

নায়িকার সঙ্গে পরিচালক
ফেসবুক

‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবি দিয়ে ছোট পর্দার নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমাতে অভিষেক হচ্ছে। ছবিটি মুক্তি পাবে ২৩ অক্টোবর শুক্রবার। সিনেমা হলে দর্শক টানতে প্রচারণার বিষয়টি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে সিনেমা ব্যবসায়। তবে এই তরুণ নির্মাতার মতে, প্রচারণা নয়, গুরুত্ব দেওয়া উচিত কনটেন্টকে। সেই কনটেন্টকে গুরুত্ব না দিয়ে নায়ক–নায়িকাদের দিয়ে প্রচারণাকে তাঁর কাছে মনে হয় ‘স্টান্টবাজি’।

‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবি দিয়ে ছোট পর্দার নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমাতে অভিষেক হচ্ছে
সংগৃহীত

উজ্জ্বল বলেন, ‘অভিজ্ঞতা থেকেই আমি ঝুঁকি নিয়েছি। যাঁরা শুধু ছবির কনটেন্টকে গুরুত্ব দিয়ে ছবি দেখতে যাবেন, তাঁরাই হবেন প্রকৃত দর্শক। এই দর্শকেরা সিনেমা ভালোবাসেন। আমাদের ছবি নিয়ে চারদিকে একধরনের সাজ সাজ রব চলছে। এটাও একধরনের প্রচারণায় সম্ভব হয়েছে। কিন্তু সেই প্রচারণায় স্টান্টবাজি নেই। ইউরোপ–আমেরিকাতে এই ধরনের স্মার্ট প্রচারণা হয়। কনটেন্টকেন্দ্রিক প্রচারণায় আমাদের মনোযোগ বেশি। গল্প ভালো হলেই ছবি হিট।’

‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার দৃশ্য
সংগৃহীত

করোনার আগে গত ১৩ মার্চ ছবিটি সিনেমা হলে মুক্তি দেওয়ার কথা ছিল। এদিকে ১৯ অক্টোবর থেকে ‘আমরা একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর পৃথিবীতে প্রাণ ভরে দম নিতে চাই...’ শিরোনামে ছবির ক্যাম্পেইন শুরু হয়েছে। সেই ক্যাম্পেইনে শামিল হয়েছেন দেশের ছোট পর্দা ও বড় পর্দার অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। ফেসবুকে শুভকামনা জানিয়েছেন নির্মাতা নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, দীপঙ্কর দীপন, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, অভিনয়শিল্পী জয়া আহসান, আজমেরি হক বাঁধন, ইমতিয়াজ বর্ষণ, শার্লিন ফারজানাসহ অনেকেই।

প্রচারণায় অংশ নিয়েছেন বাপ্পা মজুমদার
ফেসবুক

ক্যাম্পেইন নিয়ে এই নির্মাতা বলেন, ‘আমাদের এই প্রচারণায় একটি কমিটমেন্ট আছে। নায়ক–নায়িকাদের দিয়ে “ফালতু কারবার” করতে চাই না। এতে প্রকৃত সিনেমাপ্রেমীরা প্রতারিত হন। গল্প দিয়েই দর্শকদের চমকে দিতে চাই। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এটি মনে হয়েছে। এই ধরনের প্রচারণার পথে যদি সবাই হাঁটেন, তাহলে দেশের চলচ্চিত্রশিল্প অচিরেই বদলে যাবে।’

শার্লিন ফারজানা
ফেসবুক

‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। দীর্ঘ বিরতি ভেঙে এই ছবির জন্য ‘প্রথম’ গানটি গেয়েছেন অর্থহীন ব্যান্ডের সদস্য সুমন। ছবির অন্য গানগুলো গেয়েছেন সৌরিন, মাসুদ হাসান উজ্জ্বল এবং ভারতের সিধু ও সোমলতা। ছবিটি ঢাকার স্টার সিনেপ্লেক্স এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাবে।

‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি ঢাকার স্টার সিনেপ্লেক্স এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাবে।
সংগৃহীত