নাঈমের সর্বশেষ অবস্থা জানালেন শাবনাজ
বাইপাস সার্জারির পর ভালো আছেন অভিনেতা নাঈম। সোমবার রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁর সর্বশেষ অবস্থা জানিয়েছেন স্ত্রী শাবনাজ। ৭ নভেম্বর রাতে নাঈমের শরীরে অস্ত্রোপচার করা হয়। এর প্রায় পাঁচ ঘণ্টা পর তাঁর জ্ঞান ফেরে।
স্বামীর সুস্থতার জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছিলেন শাবনাজ। জানা গেছে, নাঈম হার্টের সমস্যায় ভুগছিলেন। বেশ কদিন ধরেই তাঁর বুকে ব্যথাও ছিল। ধীরে ধীরে সেই ব্যথা বাড়ছিল। ব্যথা বাড়তে থাকায় দ্রুত তিনি হাসপাতালে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। শাবনাজ বলেন, ‘অস্ত্রোপচারের পর আমি তাঁর (নাঈম) সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। তাঁর জন্য দোয়া করেছেন বলে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাঈম। পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্তদের কাছে তিনি কৃতজ্ঞ।’
নাঈমের এই অসুস্থতার খবর শুনে অনেকে শাবনাজকে ফোন করেছেন। কিন্তু এই সময় কারও সঙ্গে কথা বলার মতো অবস্থা ছিল না তাঁর। দুঃখ প্রকাশ করে শাবনাজ বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত, এই সময়ে আপনাদের কারও ফোন ধরতে পারিনি। তবে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, দোয়া করেছেন—তাতে আমাদের পুরো পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ। নাঈমের পুরোপুরি সুস্থ হতে বেশ সময় লাগবে। দয়া করে তাঁকে আপনার প্রার্থনায় রাখুন, যাতে আমি নাঈমকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে যেতে পারি।’
নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয় ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে। ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পায় ছবিটি। এর পর থেকে সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে এ জুটি। অন্যদিকে নায়ক-নায়িকার ব্যক্তিগত বোঝাপড়ার জায়গাটাও পোক্ত হতে থাকে। ‘বিষের বাঁশি’ ছবির সময়ে এসে প্রেমে জড়ান দুজন। ১৯৯৪ সালে হঠাৎ বিয়ে করে ফেলেন তাঁরা। এ বছর ২৭ পেরিয়ে ২৮ বছরে পড়েছে তাঁদের সংসার।