‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির ছাড়পত্র স্থগিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটির প্রদর্শনের ছাড়পত্র স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। জাতির জনকের জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি এ চলচ্চিত্র স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। ১৪ মার্চ ছাড়পত্রও পেয়েছিল চলচ্চিত্রটি। ছাড়পত্র পাওয়ার এক সপ্তাহের মধ্যেই সেটি স্থগিত করা হলো।
এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন বলেন, ‘ছবিটি যেহেতু জাতির জনককে নিয়ে, তাই অনেক সতর্কতার সঙ্গে ছাড়তে হবে। শুরুতে সেন্সর পেলেও বোর্ডের কয়েকজন সদস্য মনে করছেন ছবিটি আবার দেখা প্রয়োজন। তাই আমরা পুনরায় এটি দেখব, তারপর সিদ্ধান্ত দেব।’ তিনি জানান, জরুরি ভিত্তিতে এই ছবিটি বোর্ড সদস্যরা মিলে দেখবেন।
শামিম আহমেদ রনির চিত্রনাট্যে ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন সেলিম খান। এ প্রসঙ্গে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া এই মুহূর্তে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন, সেই কাহিনি তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে।
এতে জাতির জনকের চরিত্রে দেখা যাবে প্রযোজক সেলিম খানের ছেলে শান্ত খানকে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছবির অন্যান্য চরিত্রে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবা শানু প্রমুখ।