২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘জাস্ট উড়াইয়ে দিয়েছেন পরী’

পরীমনি

৩ মার্চ পরীমনির ‘মুখোশ’ ছবিটি মুক্তি পেয়েছে। ওই দিন বেশ কয়েকটি হলে গিয়ে প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি। গত শুক্রবার রাতেই নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির শুটিংয়ে অংশ নিতে গাজীপুরে রওনা হন পরীমনি। টানা ১০ দিন শুটিং করবেন সেখানে।
মাস দুয়েক আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে পরীমনি ঘোষণা দিয়েছিলেন, আগের চুক্তি করা কাজগুলো আস্তেধীরে শেষ করবেন। আগামী বছর নতুন কাজ আর হাতে নেবেন না। এ কারণে অনেক দিন শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াননি এই অভিনেত্রী। মাঝে এক শিফট শুটিং করে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ছবির শুটিং শেষ করেছেন। ‘মা’ ছবিটিও আগে চুক্তি করা।

পরীমনি

গত বছরের নভেম্বরে ‘মা’ ছবির প্রথম ধাপের শুটিং হয়। পরীমনির অংশ ছাড়া ওই লটে ছবির সব কাজ শেষ হয়েছে। গত জানুয়ারি থেকে পরীর অংশের টানা শুটিং করার কথা ছিল। লোকেশনেও গিয়েছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে সে সময় কাজটি আর করতে পারেননি পরীমনি।

গতকাল শনিবার গাজীপুরের শালনা অঞ্চলের লোকেশনে পরীমনির শুটিং শুরু হয়েছে। এ ছবিতে প্রথম শুটিং তাঁর। বীণা চরিত্রে অভিনয় করছেন পরীমনি। তিনি বলেন, ‘রাতে এসেছি। দুপুরে শুটিং শুরু হয়েছে। ১০ দিনের শিডিউল দেওয়া আছে। এ ধাপেই শুটিং শেষ হয়ে যাবে। শারীরিক কারণে আমি তো মাঝেমধ্যে একটু অসুস্থ হয়ে পড়ি। এ জন্য কাজটি টানা শেষ করতে চাইছি।’

পরীমনি

শনিবার বিকেলে লোকেশন থেকে মুঠোফোনে ছবির পরিচালক অরণ্য আনোয়ার জানান, দুপুর থেকে দুটি দৃশ্য শেষ করেছেন। তৃতীয় দৃশ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরীমনির প্রথম দিনের শুটিং নিয়ে দারুণ খুশি অরণ্য আনোয়ার। তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমা। পরীর সঙ্গে প্রথম কাজ। চিন্তায় ছিলাম, অভিনয়টা কতটুকু দিতে পারবেন পরী। কিন্তু প্রথম দৃশ্যেই আমাকে অবাক করে দিয়েছেন পরীমনি। জাস্ট উড়াইয়ে দিয়েছেন পরী। তাঁর প্রতি আমার ধারণাই পাল্টে গেছে।’

পরীমনি

পরিচালক জানান, পরীর শারীরিক কথা ভেবে কিছুটা টেনশনে ছিলেন তিনি। বলেন, ‘যেহেতু পরীর ঘরে নতুন অতিথি আসবে, এ জন্য নিজেকে সময় দিচ্ছেন তিনি। তারপরও পরী সাবধানতা অবলম্বন করে নিজের আগ্রহে কাজটি শেষ করে দিচ্ছেন। ১০ দিনের শিডিউল আছে। এভাবে কাজ করতে পারলে আশা করছি, এক সপ্তাহেই শেষ করতে পারব শুটিং। পরীমনিও সেই সহযোগিতা করছেন আমাকে।’
শ্বশুর ও ছেলের বউয়ের গল্প নিয়ে ‘মা’ সিনেমা। এর গল্প ও চিত্রনাট্যও অরণ্য আনোয়ারের। ছবিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শিরিন আলম, সাজু খাদেম।

পরীমনি