আদনানের ওয়েব ফিল্মে প্রীতম – পলাশ

পলাশ, আদনান আল রাজীব ও প্রীতম। ছবি : প্রথম আলো

বুড়িগঙ্গার পারে প্রায় ৭০ বছরের পুরোনো বাড়ি। এর ছাদে মুঠোফোনের ক্যামেরায় কিছু একটা ভিডিও করছিলেন দুই তরুণ। একজনের চুলের রং নীল, অন্যজনের জামার। দূর থেকে জানা গেল, দুজনই ইউটিউবার। এক ঝুড়ি ফল নিয়ে অদ্ভুত সব কাণ্ড করছিলেন দুজন। আর তাঁদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ওয়েব ফিল্ম ইউটিউমার।

প্রীতম ও পলাশ। ছবি : প্রথম আলো

গতকাল মঙ্গলবার সকালে মোহাম্মদপুরের বসিলায় শুরু হয়েছে ইউটিউমার-এর শুটিং। যাত্রা শুরুর অপেক্ষায় থাকা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এটি। আদনান আল রাজীব পরিচালিত এই ছবির দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান ও জিয়াউল পলাশ। চরকির ফেসবুক পাতায় কয়েক দিন আগে মিকি ও মিনি মাউসের মাসকট পরা দুজনের একটি ছবি রহস্য তৈরি করেছিল। গতকাল জানা গেল, সেই দুই মুখোশধারী ছিলেন প্রীতম ও পলাশ, যাঁরা অভিনয় করছেন চরকি প্রযোজিত ওয়েব ফিল্মটিতে। শুটিং সেটে আয়োজন করে রহস্য উন্মোচন করা হয় ওই ছবির।

কেক কেটে শুরু হয় ইউটিউমার-এর প্রথম দিনের শুটিং। ছবি : প্রথম আলো

গানের মানুষ প্রীতমের সিনেমায় নাম লেখানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, 'যখন শুনলাম আদনান আল রাজীব এই ওয়েব ফিল্মের ডিরেক্টর, তখন একবাক্যে রাজি হয়ে গেলাম। আর ইউটিউমার-এর গল্পটা এত মজার যে অভিনয়ের সাহসটা করেই ফেললাম।' পলাশ বলেন, 'এখন ভালো কনটেন্ট নির্মাণের সময় এসেছে। চরকির মতো প্ল্যাটফর্ম নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। ইউটিউমার-এর মতো কনটেন্ট নিয়মিত তৈরি হলে দর্শককে আর অন্য কোনো দিকে যেতে হবে না।'

রেদওয়ান রনি। ছবি: প্রথম আলো

কেক কেটে শুরু হয় ইউটিউমার-এর প্রথম দিনের শুটিং। পরিচালক আদনান আল রাজীব, শিল্পী প্রীতম ও পলাশ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর হেড অব ডিজিটাল বিজনেস এ বি এম জাবেদ সুলতান, হেড অব মাল্টিমিডিয়া মহিউদ্দিন সাইফুল্লাহ, চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি এবং কনটেন্ট নির্বাহী আদর রহমান। চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, 'বছরের শুরুর দিনই আমরা কথা দিয়েছিলাম, দর্শককে ফিল্ম, ফান, ফুর্তির ভেতরে রাখতে চরকিতে ১২ মাসে ১২টি সিনেমা মুক্তি দেওয়া হবে। সে কথা রাখতেই আমরা ইউটিউমার শুরু করলাম।' শুটিং সেটে কথা হয় নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে। এটি তাঁর প্রথম ওয়েব ফিল্ম। তিনি বলেন, 'চরকির বিশেষ দিকটি হলো, তাদের সঙ্গে কাজের স্বাধীনতা আছে। তা ছাড়া ইউটিউমার ফিল্মটি এখনকার সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। তাই এই সময়ের কনটেন্ট হিসেবে ছবিটি অনেকের ভালো লাগবে।'

ইউটিউমার তৈরি হচ্ছে সমসাময়িক গল্প নিয়ে। ভার্চ্যুয়াল জগৎ ঘিরে এ সময়ে যত উন্মাদনা, উত্তেজনা আর হুজুগ, সেসব নিয়েই এই ছবির গল্প। আদনান জানালেন, শুধু শুরুটাই নয়, ইউটিউমার-এর ধাপে ধাপে আছে চমক। সেসব এক্ষুনি ফাঁস করতে চাইলেন না তিনি। তবে এই ছবি ওয়েবের দর্শকদের আশাহত করবে না বলে নিশ্চিত করেছেন এই পরিচালক।