এবার আমেরিকান প্রিমিয়ারে ‘রেহানা’

‘রেহানা মরিয়ম নূর’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন
ছবি: সংগৃহীত

ইউরোপ ও এশিয়ার পরে এবার আমেরিকান প্রিমিয়ারে অংশ নিচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি। আগামী ৬ জানুয়ারি শুরু হবে ৩৩ তম পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ছবিটি। উৎসব শেষ হবে ১৭ জানুয়ারি।

পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পোস্টার
ছববি:সংগৃহীত

উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটেও এ খবর নিশ্চিত করা হয়েছে। ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বলেন, ‘আমরা খুশি যে যুক্তরাষ্ট্রের বড় একটি উৎসবে আমেরিকান প্রিমিয়ার হচ্ছে বাংলাদেশের “রেহানা”র। উৎসবে কানের প্রতিযোগিতা বিভাগের সিনেমাও আছে। বিভিন্ন দেশ থেকে অস্কারে প্রতিযোগিতা করবে, এমন সিনেমাও আছে।

‘রেহানা’ চরিত্রে অভিনয় করেছেন বাঁধন
ছবি: রয়টার্স

এহসানুল আরও বলেন, ‘আমাদের জন্য আনন্দের আরেকটা বিশেষ কারণ হলো, উৎসবে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। ৩৬টি সিনেমার সঙ্গে আমাদের ছবি প্রতিযোগিতা করবে। কান চলচ্চিত্র উৎসবের পরে এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের।’

‘রেহানা মরিয়ম নূর’ ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন
ছবি : সংগৃহীত

‘রেহানা মরিয়ম নূর’ ১২ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বর্তমানে স্টার সিনেপ্লেক্সসহ বেশ কিছু প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটি এর আগে কান চলচ্চিত্র উৎসব ছাড়াও মেলবোর্ন, বুসান, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন উৎসব থেকে ডাক পেয়েছে। আগামী বছর উৎসবে সরাসরি অংশগ্রহণ করবেন সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।