এখানে আমার কোনো নায়ক নেই

আজ ১০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শামীম আহমেদ পরিচালিত বিক্ষোভ ছবিটি। এতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শান্ত খান। শ্রাবন্তী এখন কলকাতার এসকে মুভিজের একটি নতুন ছবির শুটিংয়ে যুক্তরাজ্যে আছেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোর সঙ্গে এসব বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

শ্রাবন্তী চ্যাটার্জী

প্রশ্ন :

অনেক দিন বাদে ‘বিক্ষোভ’ ছবিটি মুক্তি পাচ্ছে...

সেই ২০১৯ সালে শুটিং শুরু হয়। তবে নানা কারণে টানা শুটিং করা যায়নি। তাই শুটিংয়েও সময় লেগেছে। সম্ভবত ছবির শুটিং শেষ হয়েছে ২০২১ সালের প্রথম দিকে। অনেক দিন পরই মুক্তি পাচ্ছে। আসলে করোনার কারণে ছবিটির মুক্তি আটকে ছিল। যেহেতু বড় বাজেটের ছবি এটি। সে কারণে মুক্তির জন্য একটা উপযুক্ত সময় দরকার ছিল। ছবির পুরো টিম আলাপ-আলোচনা করেই এই সময়টাকে ছবির মুক্তির জন্য নির্ধারণ করেছে। তা ছাড়া আমি মনে করি, এখনই ছবিটি মুক্তির উপযুক্ত সময়। কারণ, এখন দর্শকেরা অনেকটাই হলমুখী হয়েছেন।

শ্রাবন্তী চ্যাটার্জী

প্রশ্ন :

ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন?

এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এটি আমার প্রথম ছবি। সময় নিয়ে ছবিটিতে কাজ করেছি। ভালো হয়েছে কাজটি। আমি এর আগে যৌথ প্রযোজনাসহ বাংলাদেশের একক বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি। সেই সময় ছবিগুলো দর্শক–সমাদৃত হয়েছে। এই ছবিও বেশ যত্ন নিয়ে করা হয়েছে। গল্পের জন্য বাজেটে আপস করা হয়নি। বাংলাদেশেও আমার ভালোবাসার অনেক দর্শক আছেন। তাঁরা নিশ্চয়ই ছবিটি দেখতে হলে যাবেন। তা ছাড়া এই ছবি সড়ক দুর্ঘটনা আন্দোলন নিয়ে তৈরি হয়েছে। সময়োপযোগী গল্পের ছবি এটি।

শ্রাবন্তী চ্যাটার্জী

প্রশ্ন :

অনেকে বলেন, ছবিতে আপনার নায়ক শান্ত খান। আসল ঘটনা কী?

এখানে আমার কোনো নায়ক নেই। আমি শিক্ষক, শান্ত এখানে আমার ছাত্র। ছাত্ররা রাস্তায় নামে। নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনকে কীভাবে রাজনৈতিক নেতারা রং দেন, তেমন একটা গল্প। বলতে পারেন, ছবির গল্পই নায়ক-নায়িকা। এখানে আমি ও শান্ত দুজন সহশিল্পী। তবে আমাদের দুজনের চরিত্রই গুরুত্বপূর্ণ।

শ্রাবন্তী চ্যাটার্জী

প্রশ্ন :

সহশিল্পী হিসেবে শান্ত কেমন?

বাচ্চা মানুষ, তবে বেশ মজার। শুটিংয়ে অনেক মজা করে। তবে শুটিং চলাকালীন অনেক সিরিয়াস থাকে। বয়স কম, আমার মনে হয়, অভিনয়ের জন্য আরও গ্রুমিং লাগবে। যদি ঠিকমতো গ্রুমিং করে কাজ করে, তাহলে একসময় ভালো করবে সে।

বিক্ষোভ ছবিতে শ্রাবন্তী
সংগৃহীত

প্রশ্ন :

আজ ‘বিক্ষোভ’ ছবির মুক্তি। প্রচারণায় এলেন না?

না, সরাসরি আসা হলো না। কারণ, আমি তো লন্ডনে চলে এলাম। এখানে সিনেমার শুটিং করছি। ২ জুন এখানে এসেছি। শুটিং শেষ করে আমি যখন ফিরব, তখন বাংলাদেশে গিয়ে ছবির প্রচারে লাভ হবে না। তবে আমি এখানে বসে সোশ্যাল মিডিয়াতে যতটুকু পারছি, ততটুকু ছবির প্রচার করছি। এর মধ্যে প্রচারের জন্য দুটি ভিডিও বাইট পাঠিয়েছি পরিচালকের কাছে। ভিডিওগুলো প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে পর্যায়ক্রমে ছাড়া হচ্ছে। এর আগে ছবিটি ঈদে মুক্তি পাওয়ার কথা হয়েছিল। তখন আমি বাংলাদেশে গিয়ে প্রচারের শিডিউলও দিয়েছিলাম। কিন্তু পরে মুক্তি বাতিল হয়েছিল। এবারও প্রচারের জন্য বাংলাদেশে যাওয়ার কথা বলেছিল প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। কিন্তু আমাকে যখন বলা হয়, তার আগেই যুক্তরাজ্যের শুটিংয়ের শিডিউল দেওয়া হয়ে গিয়েছিল।

প্রশ্ন :

লন্ডনে কী ছবির শুটিং করছেন?

বেশ কয়েকটি ছবি নিয়ে এখানে এসেছি। কিছুদিন আগে লন্ডনে রবীন্দ্রনাথ কাব্য রহস্য নামে একটি ছবির শুটিং শেষ করে কলকাতায় ফিরে গিয়েছিলাম। একটা বিরতি দিয়ে আরেকটি নতুন ছবির শুটিং করতে এসেছি। ছবির নাম ডিআরডি। এটি পরিচালনা করছেন রবিন নামবিয়া। ছবিটিতে নায়ক বলতে তেমন নেই। আমার ওপরই গল্প। সেন্ট্রাল লন্ডনসহ আশপাশে শুটিং করছি।

শ্রাবন্তী চ্যাটার্জী

প্রশ্ন :

ফিরবেন কবে?

টানা শুটিং করছি। শেষ করে ফিরতে ফিরতে ২২ জুন অথবা ২৩ জুন হতে পারে।

শ্রাবন্তী চ্যাটার্জী