আগরতলায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন চার তারকা
কাল থেকে ভারতের আগরতলায় শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। উৎসবে অংশ নিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আমন্ত্রিত হয়ে সেখানে গেছেন সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগম, চলচ্চিত্র অভিনয়শিল্পী ফেরদৌস, অপু বিশ্বাস এবং সংগীতশিল্পী ফকির শাহাবুদ্দীন। আজ মঙ্গলবার সকালে তাঁরা সড়কপথে আগরতলার উদ্দেশে ঢাকা ছাড়েন। এই দলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আরও কর্তাব্যক্তিরাও ছিলেন।
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি স্টেজ শোর জন্যও আমন্ত্রিত হয়ে যান তিনি। কিন্তু ২০১৯ সালে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিপাকে পড়েন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত অভিনেতা। ভারত সরকার দেশটিতে ফেরদৌসের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। ফলে গত তিন বছর ছবির শুটিং তো দূরে থাক, অন্য কোনো ধরনের প্রয়োজনেও ভারতে ঢুকতে পারেননি। এবার উৎসবে অংশ নিতে তিনি সেখানে গেলেন। ২৩ ফেব্রুয়ারি আগরতলায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন তিনি।
ফেরদৌস বলেন, ‘অনেক দিন পর আমার দ্বিতীয় বাড়ি যেতে পারছি ভেবে ভালো লাগছে। অনেকগুলো কাজের কথা চূড়ান্ত হয়ে আছে। মোট পাঁচ দিন থাকার পরিকল্পনা করেছি। আগরতলা, গুয়াহাটি, শিলংসহ আশপাশের কয়েকটি স্থানে যেতে হবে।’
সাংসদ ও সংগীতশিল্পী মমতাজ বললেন, ‘রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে যাওয়ার বিষয়টি বরাবরই আনন্দের। দেশের শিল্প-সংস্কৃতি নিয়ে দেশের বাইরে কথা বলতে বরাবরই গৌরববোধ করি। আশা করছি, এবারও সুন্দর কিছু অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরব। এই অনুষ্ঠানের শেষে কলকাতায় কয়েকটা দিন ঘুরে আসব।’
বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে ২৭ ফেব্রুয়ারি সবাই ঢাকায় ফিরবেন। তবে মমতাজ কয়েকটা দিন কলকাতায় কাটিয়ে আসবেন। প্রথম আলোকে এমনটাই জানান তিনি।