অস্ট্রেলিয়ার নামকরা প্রেক্ষাগৃহে দেখার সুযোগ মিলছে ‘রিকশা গার্ল’

রিকশা গার্ল সিনেমার পোস্টার
সংগৃহীত

বিশ্বের প্রথম সারির সিনেমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘হয়েটস’ অন্যতম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৫০টির বেশি শহরে রয়েছে ‘হয়েটস’–এর শাখা। আর এই ‘হয়েটস’–এ মুক্তি পাচ্ছে বাংলাদেশি পরিচালক অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’। ৮ জুন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাঙালি অধ্যুষিত শহরের প্রেক্ষাগৃহগুলোতে পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে ছবিটি। এটি সম্ভব হয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান এবং সিনেমাটির সহযোগী প্রযোজক বঙ্গজ ফিল্মসের প্রচেষ্টায়। প্রথম আলোকে খবরটি জানিয়েছেন ছবিটির অন্যতম প্রযোজক জিয়াউদ্দিন আদিল।

ইতিমধ্যে ‘হয়েটস’–এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের পোস্টারসংবলিত প্রয়োজনীয় খুঁটিনাটি এবং ট্রেলার। এ প্রসঙ্গে বঙ্গজ ফিল্মসের প্রতিষ্ঠাতা তানিম মান্নান জানালেন, ‘সিনেমা বিশ্বে “হয়েটস” খুবই পরিচিত একটি নাম এবং অস্ট্রেলিয়ার বড় মুভি প্রদর্শনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

এবারই প্রথম বাংলাদেশি কোনো চলচ্চিত্র যুক্ত হয়েছে “হয়েটস”–এর প্রদর্শনীতে। আর তা নিঃসন্দেহে “রিকশা গার্ল” ও বাংলাদেশের সিনেমার জন্য বেশ বড় খবর। আমি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি ও সবাইকে সিনেমা হলে এসে সিনেমাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

ইংরেজি ভাষায় তৈরি ‘রিকশা গার্ল’ সিনেমাটি বিভিন্ন দেশে প্রদর্শিত হচ্ছে
ছবি: সংগৃহীত

২০১৬ থেকে অস্ট্রেলিয়াতে বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে বঙ্গজ ফিল্মস। দুই বাংলা থেকে ৩২টি বাংলা সিনেমা স্ক্রিনিং করেছে প্রতিষ্ঠানটি। তবে এই আয়োজনগুলো হয়েছে প্রাইভেট স্ক্রিনিং পদ্ধতিতে, যেখানে ‘হয়েটস’–এর ওয়েবসাইট থেকে বাংলা সিনেমার টিকিট কেনা যেত না। ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সিনেমা এই সীমাবদ্ধতা কাটিয়ে অস্ট্রেলিয়ার মূলধারার বাণিজ্যিক সিনেমার কাতারে যুক্ত হলো।

‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের অন্যতম প্রযোজক জিয়াউদ্দিন আদিল তাঁদের ছবিটি অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে প্রদর্শনের খবরে ভীষণ আনন্দিত। তিনি বললেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন একটা দ্বার উন্মোচন হলো। বাইরের দেশে বাংলাদেশি সিনেমার বড় একটা বাজার রয়েছে। আমরা ভালো মানের ছবি প্রদর্শনীর মধ্য দিয়ে সেই বাজারে যদি প্রবেশ করতে পারি, তা দারুণ কিছু হবে। আমার বিশ্বাস, আস্তে আস্তে আমরা সেই পথে সুন্দরভাবে এগোতে পারব।’

‘রিকশা গার্ল’ নাইমা

এর আগে মে মাসজুড়ে যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্যের ৫২টি শহরে প্রদর্শিত হয় ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি।

বাংলাদেশে এখনো মুক্তির অপেক্ষায় থাকা ‘রিকশা গার্ল’ অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র। ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। রিকশা গার্ল’ নির্মিত হয়েছে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য অবলম্বনে। ‘নাইমা’ নামের এক কিশোরীর জীবনযুদ্ধকে ঘিরে আবর্তিত হয়েছে এ ছবির গল্প। শিল্পী ‘নভেরা রহমান’ সিনেমাতে ‘নাইমা’ চরিত্রে অভিনয় করেছেন।

‘রিকশা গার্ল’ ছবির শুটিংয়ে অমিতাভ রেজা চৌধুরী

এ ছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এ্যালেন শুভ্র প্রমুখ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজকেরা হলেন জিয়াউদ্দিন আদিল, ফরিদুর রেজা সাগর ও এরিক জে অ্যাডামস।