শাড়িতে টরন্টো উৎসবে মেহজাবীন

গতকাল ও আজ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’। আজ সন্ধ্যায় নিজের ফেসবুকে উৎসবে অংশ নেওয়ার বেশ কিছু ছবি পোস্ট করেছেন বাংলাদেশি অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ‘সাবা’ সম্পর্কে বিস্তারিত।

১ / ৫
ফেসবুকে শাড়ি পরে বেশ কিছু ছবি পোস্ট করেছেন মেহজাবীন, ছবিগুলোতে দেখা গেছে উৎসবের বিভিন্ন মুহূর্ত। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
২ / ৫
গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শনী হয়েছে ডেভিড গর্ডন গ্রিন পরিচালিত ‘নাটক্র্যাকার্স’ সিনেমা। এবারের উৎসবটি দেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ কিছু। কারণ, উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘সাবা’। ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে ছবিটি। এটি ছাড়াও এই বিভাগে জায়গা করে নিয়েছে আরও ২৩টি চলচ্চিত্র। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ৫
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এটি নির্মাতা মাকসুদ হোসেনেরও প্রথম সিনেমা। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ৫
উৎসব শুরুর আগেই অবশ্য ‘সাবা’র প্রদর্শনীর সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। গত ২৭ আগস্ট মেহজাবীন চৌধুরী প্রথম আলোকে জানান, টিকিট ছাড়ার পর কয়েক মিনিটের মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়। ১৪ সেপ্টেম্বর উৎসবে আবার প্রদর্শিত হবে ছবিটি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ৫
ফিউশন পিকচার্সের ব্যানারে নির্মিত ছবির চিত্রনাট্য লিখেছেন মাকসুদ ও ত্রিলোরা খান। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। এতে মেহজাবীন ছাড়া আরও আছেন মোস্তফা মন্‌ওয়ার। অভিনেত্রীর ফেসবুক থেকে