মুক্তির অনুমতি পেল ‘তুফান’
পবিত্র ঈদুল আজহায় ‘তুফান’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহ কাঁপাতে আসছেন মেগাস্টার শাকিব খান। সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকে। এরই মধ্যে ‘তুফান’ ছবির টিজার ও গান মুক্তিতে ছবিটির প্রতি দেশ-বিদেশের সব ধরনের দর্শকের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ এরই মধ্যে ছবিটি নিয়ে উন্মাদনা শুরু করেছেন। মুক্তির আগে বাকি ছিল শুধু সেন্সর ছাড়পত্রের আনুষ্ঠানিকতা।
আজ বুধবার সেন্সর বোর্ড কর্তৃপক্ষ থেকে সেটি পেয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ ছবিটির মুক্তিতে আর কোনো বাধা রইল না। সেন্সর ছাড়পত্র প্রাপ্তির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের স্বত্বাধিকারী শাহরিয়ার শাকিল।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, বহুল প্রতীক্ষিত ও দর্শক চাহিদার তুঙ্গে থাকা ‘তুফান’ চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের প্রদর্শনীর জন্য সম্প্রতি সম্পাদনার টেবিল পেরিয়ে জমা হয়। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকাল মঙ্গলবার সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে বিনা কর্তনে ছাড়পত্র প্রদানে সম্মত হন। আজ দুপুর সাড়ে ১২টা সেন্সর সনদ হাতে উচ্ছ্বসিত তুফান টিমের সবাই।
‘তুফান’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘তুফান সিনেমা নিয়ে যে উন্মাদনা সাধারণ দর্শক, হলমালিকদের মধ্যে—এটা আশার সঞ্চার করে। আমি ধন্যবাদ জানতে চাই সেন্সর বোর্ড কর্তৃপক্ষকে, সেই সঙ্গে বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। সার্বিক সহযোগিতা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানাতে চাই তথ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বিএফডিসিসহ সংশ্লিষ্ট সবাইকে। কৃতজ্ঞতা ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর এসভিএফর প্রতি।’
সেন্সর বোর্ড সদস্য হিসেবে ছবিটি দেখেছেন বরেণ্য নির্মাতা ও চলচ্চিত্র প্রযোজক কাজী হায়াৎ। তিনি আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বললেন, ‘ছবিটি নিয়ে খুব বেশি কিছু মন্তব্য করতে পারব না। তবে এটুকু বলব, এটা হলমালিকদের কাছে খুবই আকাঙ্ক্ষিত একটা ছবি, প্রত্যাশিত একটা ছবি। ঈদের মধ্যে অনেক হলমালিক এই ছবি দিয়ে পয়সা পাবেন। আমার কাছে অনেক হলমালিকও ফোন করেছেন ছবিটি সম্পর্কে জানতে। একজন দর্শক ও চলচ্চিত্র পরিচালক হিসেবে বলব, ছবিটি আমার কাছে ভালো লেগেছে। ছবিতে প্রাণ আছে।’
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রায়হান রাফী পরিচালিত “তুফান” চলচ্চিত্র দিয়ে ঈদে প্রেক্ষাগৃহ কাঁপাতে আসছেন মেগাস্টার শাকিব খান, সঙ্গে চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকেই থাকবেন। “তুফান” দর্শকের মধ্যে ঝড় তুলবে বলে আমরা আশাবাদী।’