সবচেয়ে বেশি মেরিল–প্রথম আলো পুরস্কার পেয়েছেন কোন তারকা
বিনোদনের ক্ষেত্রে বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে ১৯৯৮ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার প্রবর্তন করা হয়। এ বছর দেশের সবচেয়ে জমকালো পুরস্কারটির রজতজয়ন্তী পূর্তি হচ্ছে। ২৪ মে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩ দেওয়া হবে।
প্রতিবছরের মতো এবারও ‘তারকা জরিপ পুরস্কার’, ‘সমালোচক পুরস্কার’ ও ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হবে। এ বছর কারা পদক ও সম্মাননা পাবেন, তা জানতে পুরস্কার ঘোষণার জন্য অপেক্ষায় থাকতে হবে।
এর আগে জেনে নেওয়া যাক মেরিল-প্রথম আলো পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশিবার কারা পুরস্কার পেয়েছেন। তারকা জরিপ ও সমালোচক পুরস্কার বিশ্লেষণ করে দেখা গেছে, দুই যুগের ইতিহাসে সর্বোচ্চ ১২ বার পেয়েছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
তারকা জরিপ শাখায় নয়বার পুরস্কার পেয়েছেন এই তারকা; এর মধ্যে টিভি অভিনেত্রী হিসেবে ছয়বার, চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে একবার ও মডেল (নারী) হিসেবে দুইবার পুরস্কার বাগিয়েছেন তিনি। সমালোচক পুরস্কার শাখায় চলচ্চিত্র ও টিভি নাটক মিলিয়ে তিনবার পুরস্কার পেয়েছেন তিশা।
এককভাবে তারকা জরিপে সর্বোচ্চ ১০ বার পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর। এরপর তারকা জরিপে আটবার পেয়েছেন টিভি অভিনেতা জাহিদ হাসান ও ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।
সাতবার তারকা জরিপ পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান ও গায়িকা ন্যান্সি। ছয়বার পেয়েছেন গায়ক আসিফ আকবর, মডেল নোবেল ও এলআরবি ব্যান্ড।
সমালোচক পুরস্কার শাখায় চলচ্চিত্র অভিনেতা শাখায় সর্বোচ্চ পাঁচবার পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, সেরা টিভি অভিনেতা শাখায় তিনবার পেয়েছেন মোশাররফ করিম, টিভি অভিনেত্রী ও চলচ্চিত্র শাখায় তিনবার পেয়েছেন নুসরাত ইমরোজ তিশা। টিভি অভিনেত্রী হিসেবে অপি করিম দুইবার, চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জয়া আহসান দুইবার পুরস্কার পেয়েছেন।
২৪ মে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৫তম আসরে কান্ডারি হিসেবে থাকছেন নন্দিত উপস্থাপক হানিফ সংকেত। দুই দশক পর মেরিল-প্রথম আলো পুরস্কারের উপস্থাপনায় ফিরলেন তিনি। এবারের আসরের প্রাণভোমরা হয়ে মঞ্চে আলো ছড়াবেন এই উপস্থাপক।
পুরস্কারের বাইরে প্রতিবছরই থাকে সাংস্কৃতিক আয়োজন। যেহেতু এ বছর মেরিল-প্রথম আলো পুরস্কারের রজতজয়ন্তী, তাই থাকছে অনেক চমক। কারণ, এবার পুরো আয়োজনের পরিকল্পনা ও পরিচালনা করছেন হানিফ সংকেত।