রাজের জুটি এবার ফারিণ
বছর শুরুতে খবর, ‘দানব’ নামের একটি ছবিতে অভিনয় শুরু করবেন শরীফুল রাজ। অনন্য মামুন পরিচালিত সেই ছবিতে রাজের বিপরীতে নায়িকা বিদ্যা সিনহা মিম। মাসের শেষ দিকে এসে জানা গেল, মিমের সঙ্গে নয়, তাসনিয়া ফারিণের সঙ্গে জুটি হয়ে আসছেন শরীফুল রাজ। ‘ইনসাফ’ নামের ছবিটির পরিচালক সঞ্জয় সমদ্দার। সবকিছু ঠিকঠাক থাকলেও সামনের ফেব্রুয়ারিতে শুটিং করতে চান পরিচালক। গতকাল রোববার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানান ইনসাফ পরিচালক।
র্যাম্প মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে শরীফুল রাজের পথচলা শুরু। প্রথম ছবি ‘আইসক্রিম’ দিয়ে নজর কাড়েন। তবে রাজকে বেশি আলোচনায় এনেছে পরাণ। প্রশংসিত হয় রাজের অভিনয়, লুক, অঙ্গভঙ্গি। এরপর তাঁর অভিনীত ‘হাওয়া’, ‘দামাল’,‘ কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’ ও ‘ওমর’ মুক্তি পায়। প্রতিটি ছবি কোনো না কোনোভাবে আলোচনায় রেখেছে এই ঢালিউড তারকাকে। গেল বছরে শেষ করেছেন হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’র শুটিং। ছবিতে তাঁর সহশিল্পী কলকাতার ইধিকা পাল। এরপর নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে ছিলেন না। তবে এই সময়টায় বেশ কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য পড়েছেন, সেখান থেকেই ভালো লেগে যায় ‘ইনসাফ’।
রাজ বলেন, ‘দর্শকদের সামনে সব সময় নতুনভাবে আসতে চাই। যে কারণে চিত্রনাট্যের ওপর বেশি গুরুত্ব দিই। এ কারণে অনেক সময় অনেকের সঙ্গে হয়তো সম্পর্কও খারাপ হয়। কিন্তু আমার থাকে ভালো চরিত্রের জন্য অপেক্ষা। শুটিংয়ে থাকলে আমার বেশ ভালো লাগে। বরং শুটিং না করলে কেমন জানি লাগে। স্বস্তি পাই না। তবে ভালো গল্প ও চিত্রনাট্যে না পেলে তো আর হবে না।’
তবে দীর্ঘদিন নতুন কোনো ছবিতে কাজ না করলেও নিজেকে তৈরি করেছেন রাজ, ‘নিয়মিত সিনেমা দেখি। বই পড়ি। ঘোরাঘুরি করি। নিয়মিত জিম করি। নিজেকে সময় দিই, নতুন ছবির জন্য নিজেকে তো গোছাতে হয়।’
কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎকে নিয়ে মানুষ বানিয়েছেন ঢাকার সঞ্জয় সমদ্দার। ২০২৩ সালের ডিসেম্বরে জিৎ ও মিম অভিনীত ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পায়। এরপরই শোনা গিয়েছিল, দ্বিতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন এই পরিচালক। কিন্তু সবকিছু চূড়ান্ত করতে করতে ২০২৫ সালের জানুয়ারি হয়ে গেল। জানা গেছে, ২৮ জানুয়ারি এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিনয়জীবন আট বছর হতে চলল। শুরুর দিকে ‘ফাতিমা’ নামের একটি সিনেমায় অভিনয় করেন। ধ্রুব হাসান পরিচালিত ছবিটি গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সম্প্রতি শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয়। দেশে মুক্তির আগে এই ছবিটি দেশের বাইরের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, পুরস্কারও অর্জন করে। তবে দেশের আগেই কলকাতার প্রেক্ষাগৃহে ফারিণের অভিষেক হয়ে গেছে। অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ নামের সেই ছবির জন্য ভারতে পুরস্কারও পান ফারিণ। এবারই প্রথম মূলধারার ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। শুটিং শুরুর আগে ছবিটি নিয়ে কোনো কথা বলতে চান না।
শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ জুটির প্রথম চলচ্চিত্র ‘ইনসাফ’–এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম, এমনটাই জানিয়েছেন পরিচালক। এই ছবিতে তাঁর চরিত্রটি নেতিবাচক। সম্প্রতি বড় পর্দায় মোশাররফ করিম অভিনীত ‘বিলডাকিনি’ নামের একটি ছবি মুক্তির কথা শোনা গেছে। তবে কিছু জটিলতার কারণে শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি। এর মধ্যে ইনসাফ ছবিতে অভিনয়ের খবর মিলল।
পরিচালক সঞ্জয় সমদ্দার জানালেন, ‘ইনসাফ’ অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি। তিনি বলেন, ‘চরিত্রের জন্য যাঁদের যাঁদের প্রয়োজন, তাঁরাই এই ছবিতে অন্তর্ভুক্ত হচ্ছেন। এটুকু বলতে পারি, দারুণ একটি গল্পে ছবিটি আমরা বানাতে যাচ্ছি। এটা আমার ড্রিম প্রজেক্ট। সেই স্বপ্নের প্রকল্পটা দর্শকের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই।’