তবে কি শাকিব ও বুবলীকে খোঁচা দিলেন অপু
গত রাত থেকে হঠাৎই আলোচনায় এলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। তাঁর ফেসবুক স্ট্যাটাস ঘিরেই আবারও শুরু হয়েছে তর্কবিতর্ক। অপুর স্ট্যাটাসটি নিয়ে ভক্তরা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ কেউ বলছেন, এর আগে শুধু বুবলীকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দিলেও এবার এর সঙ্গে জড়িয়েছেন শাকিব খানকে।
চলচ্চিত্র অঙ্গনে অনেকে মনে করেন, দুই নায়িকা—অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক সাপে-নেউলে। কেউ একজন ইঙ্গিত করে কিছু লিখলেও অন্যজন (ইঙ্গিতে) তার জবাব দেন। বিভিন্ন সময় ফেসবুকে দুজনের পরোক্ষ বাহাস দেখা গেছে, তবে মাঝে বেশ কিছুদিন পাল্টাপাল্টি স্ট্যাটাস দেখা যায়নি। এর মধ্যে হঠাৎই অপু বিশ্বাসের ফেসবুক স্ট্যাটাস। সেখানে অপু বিশ্বাস লিখেছেন, ‘লেট হ্যাপি টয়লেট ডে’। নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ না করলেও শাকিব ও বুবলীর ভক্তরা প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
অপু বিশ্বাস তাঁর ফেসবুক স্ট্যাটাসে নভেম্বর ২০ তারিখটি উল্লেখ করেছেন ‘টয়লেট দিবস’। মূলত টয়লেট দিবস ছিল ১৯ নভেম্বর। সেদিন একটি ব্র্যান্ডের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে একঝাঁক ঢালিউড তারকাদের নিয়ে হাজির হয়েছিলেন শাকিব খান । টয়লেট দিবস ঘিরে অনুষ্ঠিত সেই আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরী, দীঘি, সংগীতশিল্পী প্রীতম হাসানসহ আরও অনেকে। কিন্তু সেখানে দেখা যায়নি অপু বিশ্বাস ও বুবলীকে।
টয়লেট দিবসের পরদিন, ২০ নভেম্বর ছিল বুবলীর জন্মদিন। ছেলের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেছেন তিনি। সেখানে বুবলীর ভক্তরা মন্তব্যে প্রশ্ন করেছেন, বিশেষ দিনটিকে তুচ্ছতাচ্ছিল্য করতেই কি এমন ফেসবুক স্ট্যাটাস আপুর? এই নিয়ে মোবাশ্বের নামের এক ভক্ত সিনেমাসংশ্লিষ্ট গ্রুপে লিখেছেন, ‘কি একটা অবস্থা! সার্কাস আবারও শুরু হয়ে গেছে! কিছুক্ষণ পর হয়তো এসে বলবে সরি। আমার আইডি হ্যাক হয়েছিল।’ এতে শাকিবের ভক্তরাও চটেছেন। মিম ওয়াহিদ নামের একজনের মন্তব্য, ‘আমার দেখা সবচেয়ে নিচু মানসিকতার নায়িকা! আপনাকে তো আপনার প্রাক্তন পাত্তা দেয় না, আপনি তার প্রাক্তন নিয়ে নাচানাচি করেন কেন?’
শাকিবের আরেক ভক্ত লিখেছেন, ‘আবার শুরু করেছে। এই অপু বিশ্বাস যত দিন না শাকিব খানের মানসম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে না পারবে, তত দিন থামবে না। এখন খোঁচা দিয়েছে অপু এরপর দেবে বুবলী, এভাবেই শুরু হবে, আর মাঝখান দিয়ে সম্মানহানি হবে ভাইজানের।’ ভক্তরা এটাও বলছেন, সিনেমার এই দুঃসময়ে খোঁচাখুঁচি বন্ধ করা উচিত।