শাবনূর হঠাৎ চলে গেলেন সিডনি, নেপথ্যের কারণ কী
দীর্ঘদিন নতুন কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না শাবনূরকে। কারণ, একমাত্র সন্তান আইজানকে নিয়ে থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মা, ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যরাও সেখানে থাকেন। তবে মাঝেমধ্যে ঢাকায় আসতেন, কাজ শেষ করে আবার চলে যেতেন। এই সময়ে পারিবারিক কাজ আর চলচ্চিত্র-সম্পর্কিত একাধিক আড্ডায় দেখা মিলত তাঁর। কিন্তু এবার তিন বছর পর ঢাকায় এসে রীতিমতো হইচই ফেলে দেন। যে শাবনূরকে দীর্ঘদিন নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি, তিনি তিন-তিনটি নতুন চলচ্চিত্রের খবর দিয়ে বেশ আলোচনায় আসেন।
সিডনি থেকে এবার ঢাকায় আসা শাবনূরের কাছ থেকে যে তিনটি চলচ্চিত্রে অভিনয়ের খবর পাওয়া গেছে, সেগুলো হলো ‘মাতাল হাওয়া’, ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’। এর মধ্যে প্রথম চলচ্চিত্রটির পরিচালনা করার কথা চয়নিকা চৌধুরীর। অন্য দুটির পরিচালক হিসেবে আরাফাত হোসাইন নামের তরুণ পরিচালকের নাম এসেছে।
একসময় চলচ্চিত্রের পর্দায় যে শাবনূরকে দেখা যেত, তিনি আর নেই। শাবনূরের ওজন বেড়ে যায়। নতুন যেসব ছবিতে অভিনয় করতে যাচ্ছেন, চরিত্রের কারণে তাঁকে ওজন কমাতে হবে। পরিচালকেরা জানিয়েছেন, এই শাবনূরকে ঝরাতে হবে অনেক মেদ। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কমপক্ষে ১৫ কেজি ওজন কমাতে পারলেই চলচ্চিত্রগুলোর চরিত্রের উপযোগী হয়ে উঠবেন তিনি। পরিচালকদের মতে, অভিনয়ে তো শাবনূরের কোনো তুলনা নেই, শুধু ফিটনেসটা ফিরে পেলেই আর কোনো কথা নেই। আর আন্তরিকভাবে শাবনূর চাইলে এই ফিটনেস ফিরে পাওয়া সম্ভব।
ঢাকায় নামার কয়েক দিন পরই শোনা গিয়েছিল, শাবনূর ওজন কমানোর মিশনে নেমেছেন। দেখা করেছেন পুষ্টিবিদের সঙ্গেও। জিমও শুরু করেছিলেন। কিন্তু এর মধ্যে আবার অনিয়মিত হয়ে পড়েন। তিন মাসের বেশি সময় ঢাকায় থাকা শাবনূরকে চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলে আক্ষরিক অর্থে তাঁর শারীরিক ফিটনেসে কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। দেশে আসার সময় যেমনটা ছিলেন, গত ১১ ফেব্রুয়ারি যাওয়ার সময়ও তাঁর শারীরিক গঠন তেমনই ছিল।
এদিকে শাবনূরের ঘনিষ্ঠ একজন প্রথম আলোকে বলেন, শাবনূরের অস্ট্রেলিয়া যাওয়ার কারণ, নিজেকে ফিট করা। ওজন কমিয়ে ফিট হয়ে তবেই ফিরবেন। ফিরেই তারপর শুটিং শুরু করবেন। সিডনি যাওয়ার আগে প্রথম আলোর সঙ্গে আলাপে শাবনূরও বলেছিলেন, ‘অনেক দিন ঢাকায় আসার কারণে সিডনির কিছু কাজ জমে যায়। সেগুলো সেরে নিতেই যাওয়া। আইজানের স্কুলের ব্যাপারও আছে। যেহেতু শুটিং শুরু করব, তাই আমার ওখানকার ডায়েটিশিয়ান, ফিটনেস ইনস্ট্রাক্টরের সঙ্গে কথা বলে, ওজন কমানোর মিশনে নামতে হবে।’
কবে নাগাদ নিজেকে কাঙ্ক্ষিত ফিটনেসে ফিরে পাবেন জানতে চাইলে শাবনূর বলেন, ‘কোনো ধরনের জোরাজুরি নেই। আমি স্বাভাবিকভাবে কাজটা করতে চাই। দ্রুত ওজন কমাতে গিয়ে যেন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না হয়, সেদিকটায়ও খেয়াল রাখতে হবে। পুরোপুরি ফিট হলে তবেই ক্যামেরার সামনে দাঁড়াব। আশা করছি, কয়েক মাসের মধ্যে কাঙ্ক্ষিত আমাকে খুঁজে পাব।’
গত বছরের শেষ দিকে শোনা গিয়েছিল, মার্চে একটি ছবির শুটিং শুরু হবে। ‘মাতাল হাওয়া’ ছবির কয়েক দিনের শুটিং করতেও ইচ্ছা পোষণ করেছিলেন চয়নিকা চৌধুরী। আর এপ্রিলে ‘রঙ্গনা’ ছবির শুটিং করবেন, এমনটা জানিয়েছিলেন আরাফাত হোসাইন। এ দুই চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শাবনূরের ফিট হয়ে না ফেরা পর্যন্ত কোনোভাবে বলা সম্ভব নয়, কবে শুটিং শুরু হতে পারে। সবকিছু মিলিয়ে শাবনূরের নতুন তিনটি ছবি নিয়ে ভালোই ধোঁয়াশা তৈরি হয়েছে।