শাবনূরের উৎসাহে গানে ফিরলেন বোন ঝুমুর
ঢালিউডের একসময়ের দাপুটে নায়িকা শাবনূরের বোন ঝুমুর প্রথম প্লেব্যাক করেছেন ‘কপাল’ চলচ্চিত্রে। এই গানে তাঁর সহশিল্পী ছিলেন মনির খান। ঘটনাটি ছিল ২০০৫ সালের। একই বছরে সব মিলিয়ে সাতটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন তিনি। তারপর আবার উড়াল দেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পড়াশোনা আর চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বর্তমানে অভিবাসন আইন নিয়ে কাজ করা কাজী জাসিকা জারিন ঝুমুর দীর্ঘ ১৯ বছর বিরতির পর গান প্রকাশ করলেন। নিজের ইউটিউবে প্রকাশ করা বহুল শ্রোতাপ্রিয় এই গানের শিরোনাম ‘তুমি আমার এমনই একজন’। কাভার গান দিয়ে বিরতি ভাঙলেও শিগগিরই মৌলিক গান প্রকাশ করবেন, সিডনি থেকে আজ রোববার দুপুরে প্রথম আলোকে তেমনটাই জানালেন ঝুমুর।
এইচএসসি শেষ করে ২০০১ সালে উচ্চশিক্ষার জন্য সিডনি চলে যান বলে প্রথম আলোকে জানান ঝুমুর। দেশটির অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে স্নাতক শেষ করে ২০০৫ সালে ঢাকায় আসেন। তখনই বড় বোন শাবনূরের উৎসাহে প্লেব্যাক করেন।
ঝুমুর বলেন, ‘আমার বাবা ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক। ছোটবেলায় তাই বিটিভির নাচ ও গানের অনুষ্ঠানে আমাদের দুই বোনের কোনো না কোনো পরিবেশনা থাকতই। ওই সময় তো বর্ণালি অনুষ্ঠানে আমাদের দুই বোনের পরিবেশনা থাকত। বাবা আমাদের দুই বোনকে বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি করিয়ে দিয়েছিলেন।’ ঝুমুর জানালেন, নজরুল একাডেমি থেকেও গানের তালিম নিয়েছেন ঝুমুর। সিডনিতে উচ্চশিক্ষায় যাওয়ার আগে, ১৯ বছর বয়স পর্যন্ত গানের চর্চা নিয়মিত চালিয়ে গেছেন।
চিত্রনায়িকা বোন শাবনূরের উৎসাহে চলচ্চিত্রের গান শুরু করলেও একটা সময় প্রযোজক–পরিচালকেরা ঝুমুরকে তাঁদের ছবিতে গান গাওয়ান। ঝুমুর জানান, সে সময় বড় মাপের এবং ব্যস্ত শিল্পীদের সঙ্গে গাওয়ার সুযোগ হয় তাঁর। এই তালিকায় ছিলেন অ্যান্ড্রু কিশোর, সুবীর নন্দী, মনির খান, বাপ্পা মজুমদারের মতো শিল্পীরাও।
পড়াশোনা শেষে ঝুমুর ব্যাংকে চাকরি শুরু করেন। এর আগে ২০০৫ সালে ঢাকায় এলে বোন চলচ্চিত্রের প্লেব্যাকে সুযোগ করে দেন। এরপর একের পর এক চলচ্চিত্রে গাওয়ার প্রস্তাব পেতে থাকেন। তবে তখন সেসব গান নিয়ে জনসমক্ষে কিছু বলতেন না বলেও জানান ঝুমুর। বলেন, ‘চলচ্চিত্রের গানের এত প্রস্তাব পাচ্ছিলাম, ভাবলাম, একটা অ্যালবাম করি। কয়েকটা গান নিয়ে সেই অ্যালবাম বানাই। ওই অ্যালবামের একটা গানের ভিডিও বানানো হয়, তাও আমার বোনের তুমুল উৎসাহ ও আগ্রহে। গানটির কোরিওগ্রাফি ছিল নূপুরের (শাবনূরের ডাক নাম)। জীবনে ওই একটা গানের কোরিওগ্রাফি নূপুর করেছিল। গানটি তখন চ্যানেল আইয়ে প্রচারিত হয়। এরপর আমাকে আর গানের জগতে পাওয়া যায়নি। আমার মতো করে চাকরি আর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। পাঁচ বছর আগে আবার নূপুরের পীড়াপীড়িতে গান নিয়ে ভাবতে হয়।’
দেড় দশক ধরে ঢাকা–সিডনি আসা-যাওয়ার মধ্যে থাকলেও ২০১৯ সালে স্থায়ীভাবে শাবনূর সিডনিতে থাকছেন। ওই সময় থেকে আবার শাবনূর তাঁর বোন ঝুমুরকে গান গাওয়ার ব্যাপারে উৎসাহ দিতে থাকেন। ঝুমুর বলেন, ‘পৃথিবীতে আমার যদি একজন শ্রোতাও থাকে, সে আমার বোন। সব সময় আমাকে অনুপ্রেরণা ও উৎসাহ দিয়ে থাকে। আমাদের অস্ট্রেলিয়ার বাসায় মিউজিকের সব যন্ত্রপাতি আছে। বাসায় যখন গেট টুগেদার হয়, গানের আসর হয়—তখন আমার বোনের একটার পর একটা অনুরোধ চলতেই থাকে। থামতেই পারিনি। আমার জীবনে ওর চেয়ে বড় অনুপ্রেরণাদায়ী শ্রোতা দুনিয়াতে নাই। আমাকে বলতে লাগল, “নিজের ইউটিউব চ্যানেল কর। মন যখন চাইবে গান করবি। এরপর তা চ্যানেলেই প্রকাশ করবি। কারও কাছে যাওয়ার কিছু নাই। পছন্দমতো গাইতে থাক।” ওর ইচ্ছাতে, আগ্রহে অবশেষে পাঁচ বছর লেগে গেল। আমারও একটা স্বপ্ন পূরণ হলো।’
ঝুমুরের গাওয়া ‘তুমি আমার এমনই একজন’ গানটি ‘আনন্দ অশ্রু’ ছবির। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরের এ গানটির নতুন সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন। ‘আনন্দ অশ্রু’ ছবিতে গানটিতে পর্দায় দেখা গেছে শাবনূর, সালমান শাহ ও কাঞ্চিকে। কল্লোল কথাচিত্রের এ ছবিটির পরিচালক ছিলেন শিবলী সাদিক।
ঝুমুর জানান, এ গানটির রেকর্ডিং হয়েছে ঢাকায়, তখন তাঁর বোন শাবনূর স্টুডিওতে উপস্থিত ছিলেন। বলেন, ‘দুই মাস পরপর একটা করে গান দেব। এটা পুরোপুরি আমার শখ থেকে করা। অনেক গান গাইতে হবে, এমন নয়। মানসম্মত কিছু গান মনের তাগিদে গেয়ে যেতে চাই। আমি সব সময় ইনট্রোভার্ট টাইপের। আমার বোন না থাকলে এটা কখনোই হতো না। বাংলাদেশে প্রতিবছর অল্প সময়ের জন্য যাই, এরপর ভালো লাগার মতো কয়েকটি গান রেকর্ড করি। এভাবে করতে করতে আমার ১৫টা গান তৈরি হয়ে গেছে। এর মধ্যে কাভার যেমন আছে, তেমনি মৌলিক গানও আছে।’