২৪-এ প্রেক্ষাগৃহে কী থাকবে

চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে অনেকগুলো চলচ্চিত্র। কোলাজ
চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে অনেকগুলো চলচ্চিত্র। রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছরের শেষ ভাগে স্থগিত হয়ে যাওয়া কাজগুলোও দেখা যাবে ২০২৪ সালে। নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র এই প্রতিবেদন

হলিউড-বলিউডের সিনেমার খোঁজখবর রাখা দর্শকেরা দেশি সিনেমা নিয়ে এই লেখা পড়ে কিছুটা হতাশই হতে পারেন। কারণ, বরাবরের মতো মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমার নামের সঙ্গেই ‘সম্ভাব্য’ লেখা একরকম বাধ্যতামূলক। কারণ, শেষ পর্যন্ত সত্যিই সিনেমাগুলো মুক্তি পাবে কি না, কে জানে! গত ২৫ ডিসেম্বর দেবের জন্মদিনে তাঁকে নিয়ে নতুন সিনেমা টেক্কার ঘোষণা দিয়েছেন সৃজিত মুখার্জি। প্রকাশ করেছেন পোস্টারও। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের দুর্গাপূজায়! অথচ এত দিনেও দেশি সিনেমার ক্যালেন্ডারই এখনো তৈরি হলো না।

আরও পড়ুন

গত বছর ৫১টি সিনেমা মুক্তি পেয়েছিল, চলতি বছর সংখ্যাটা আরও বাড়ার কথা। তবে সিনেমাগুলোর মধ্যে কতগুলো নিয়ে কথা বলা যাবে, সেটা বলা মুশকিল। ২০২৩ সালে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে তেমন কোনো প্রচার ছাড়াই, দায়সারাভাবে হাতে গোনা দু-একটি হলে মুক্তির পর তেমন আলোচনাও হয়নি। ২০২৪ সালে এসে প্রযোজকেরা যদি একটু পরিকল্পনা করে ছবি মুক্তি দেন, তাতে তাঁদেরই লাভ।

গত বছর ‘লিডার আমিই বাংলাদেশ’ ও ‘প্রিয়তমা’ দিয়ে বছরটা একরকম নিজের করে নিয়েছিলেন শাকিব খান। ঢাকাই সিনেমার অন্যতম এই শীর্ষ নায়ক চলতি বছর আসছেন চারটি সিনেমা নিয়ে। দীর্ঘদিন বছরে চারটি সিনেমা করেছেন অক্ষয় কুমার। এতে তাঁর নিজের ক্যারিয়ার চাঙা হয়েছে, জমজমাট হয়েছে বলিউডের ব্যবসাও। শাকিব খান ঢাকাই সিনেমার ‘অক্ষয় কুমার’ হতে পারেন কি না, দেখা যাক।

‘দরদ’ ছবির শুটিংয়ে সোনাল ও শাকিব খান। ইনস্টাগ্রাম থেকে

ফেব্রুয়ারিতে অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় দেখা যাবে শাকিবকে, অল্প বিরতির পর রোজার ঈদে হিমেল আশরাফের ‘রাজকুমার’ হয়ে আসবেন তিনি। মাস দুই বিরতির পর ঈদুল আজহায় মুক্তি পাবে বড় বাজেটের ‘তুফান’, বাংলাদেশের আলফা আই, চরকির সঙ্গে ছবিটির সহপ্রযোজক ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ছবিটি পরিচালনা করবেন এ সময়ের বাণিজ্যিক সিনেমার অন্যতম নির্মাতা রায়হান রাফী। এ ছাড়া মেহেদী হাসান হৃদয়ের নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমায়ও দেখা যাবে শাকিবকে।

পেয়ারার সুবাস ছবিতে জয়া আহসান
সংগৃহীত

গত বছর ভারতীয় সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন দুই বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান ও আজমেরী হক বাঁধন। চলতি বছর দুজনেরই দেশি সিনেমা দেখা যাবে। জয়া অভিনীত নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ বছরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সানী সানোয়ারের ‘এশা মার্ডার: কর্মফল’-এ পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে বাঁধনকে। ছবিটি রোজার ঈদের মুক্তি পাওয়ার কথা।

‘পরাণ’ আর ‘দামাল’-এরপর দর্শকের প্রত্যাশা বাড়িয়েছেন বিদ্যা সিনহা মিম। চলতি বছর তাঁকে পর্দায় দেখতে মুখিয়ে থাকবেন ভক্তরা। গত বছর ওয়াহিদ তারেকের ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং শুরু করেন মিম। এ ছবিতে অভিনেত্রীকে দেখা যাবে পান্না কায়সারের চরিত্রে। ছবিটির মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে চলতি বছরই প্রেক্ষাগৃহে আসতে পারে এটি।

‘কাজলরেখা’র দৃশ্য। ফেসবুক থেকে

চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘কাজলরেখা’ মুক্তির ঘোষণা দিয়েছিলেন গিয়াস উদ্দিন সেলিম। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর সিনেমাটি মুক্তির চূড়ান্ত তারিখ জানানো হবে। মিথিলা, মন্দিরা চক্রবর্তী, শরীফুল রাজ অভিনীত সিনেমাটির লুক ও গান দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। রাজ অভিনীত আরেকটি সিনেমা মিশুক মনির ‘দেয়ালের দেশ’। গত বছরের অক্টোবরের ছবিটির মুক্তির কথা থাকলেও পরে স্থগিত হয়। চলতি বছর এ ছবিও আছে মুক্তির মিছিলে। এ ছাড়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ ছবিতেও আছেন রাজ। এ ছবিতে আরও দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খানকে। আগে নির্মাতা জানিয়েছেন, রোজার ঈদের ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করবেন তিনি।

বিরতির পর চলতি বছরই অভিনয়ে ফিরছেন শাবনূর। ‘রঙ্গনা’ ও মাতাল ‘হাওয়া’ নামে দুটি সিনেমায় অভিনয় করার কথা তাঁর। তবে এ দুই সিনেমার কোনোটি চলতি বছরে মুক্তি পাবে কি না, নিশ্চিত হওয়া যায়নি। গত বছর ‘সুড়ঙ্গ’ দিয়ে অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন আফরান নিশো। এরপর আবরার আতাহার ও রায়হান রাফীর সিনেমায় তাঁর অভিনয়ের খবর শোনা গিয়েছিল। পরে আর এ দুই প্রজেক্টের খবর পাওয়া যায়নি।

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে গত বছর বেশ কয়েকটি সিনেমা ও সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এর মধ্যে কোনটি চলতি বছর মুক্তি পাবে, সেটাও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

পূজা চেরি ও আদর আজাদ
ফেসবুক থেকে

‘নাকফুল’, ‘লিপস্টিক’ ও ‘দরদিয়া’—এক সঙ্গে জুটি বেঁধে তিনটি সিনেমায় অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরি। এগুলোর মধ্যে দুটি চলতি বছর মুক্তি পাওয়ার কথা।

গত মাসেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায় অপারেশন জ্যাকপট অবলম্বনে একই নামের সিনেমা নির্মাণের ঘোষণা এসেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত এই ছবি পরিচালনার দায়িত্ব পেয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু ও রাজিব বিশ্বাস। চলতি বছরের মাঝামাঝি সিনেমাটি মুক্তি পেতে পারে, সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ সিনেমাটি গত বছরই মুক্তির কথা ছিল। কিন্তু পরে স্থগিত হয়। ছবিটির প্রধান দুই চরিত্রে আছেন সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা। ‘শ্যামা কাব্য’ও বছরের প্রথম ভাগেই মুক্তি পাওয়ার কথা।

‘বলী’র একটি দৃশ্য। পরিচালকের সৌজন্যে

গত বছর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যৌথভাবে সেরা সিনেমার পুরস্কার পায় ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’; বিদেশে প্রশংসিত এই সিনেমা চলতি বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

গত বছর শবনব বুবলীর চারটি সিনেমা মুক্তি পেয়েছিল, চলতি বছরও তাঁর একাধিক সিনেমা আছে মুক্তির তালিকায়।