প্রেক্ষাগৃহে দুই ঘরানার দুই সিনেমা

‘ডেড বডি’ ও ‘শ্যামাকাব্য’ সিনেমার পোস্টার। কোলাজ

একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, আরেকটি ভৌতিক; দেশজুড়ে আজ শুক্রবার দুই ঘরানার দুই সিনেমা ‘শ্যামাকাব্য’ ও ‘ডেড বডি’ মুক্তি পাচ্ছে।
সরকারি অনুদানে ‘শ্যামাকাব্য’ নির্মাণ করেছেন পরিচালক বদরুল আনাম সৌদ। ছবির চিত্রনাট্য, সংলাপও লিখেছেন তিনি। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি স্কয়ার; লায়ন সিনেমাস এবং ব্লকবাস্টার সিনেমাসে দেখা যাবে ছবিটি।

আরও পড়ুন

গত মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রিমিয়ার শো আয়োজন করা হয়। ছবিটি দেখে জয়া আহসান, অপি করিমসহ আরও অনেকে প্রশংসা করেছেন।

সিনেমা দেখে জয়া সাংবাদিকদের বলেন, ‘হলে বসে ছবি দেখার আনন্দ পুরোটা পেয়েছি। নির্মাণ, গল্প, অভিনয় অসাধারণ। আমার খুবই ভালো লেগেছে। পরতে পরতে বিস্ময় ছিল। খুবই ক্লাসিক অ্যাপ্রোচের একটা ছবি। যাঁরা ভালো কনটেন্ট দেখতে ভালোবাসেন, ভালো গল্প খোঁজেন, এটি তেমন গল্পের ছবি।’
ছবিটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা। সুবর্ণা বলেন, ‘এই ঈদে এত সিনেমার মধ্যে এটা মুক্তি দেওয়া উচিত হবে বলে মনে হয়নি। তাই ঈদের পরে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। এখন বাকিটা দর্শকের হাতে।’

‘শ্যামাকাব্য’ সিনেমার দৃশ্য
ছবি: ফেসবুক থেকে

সুবর্ণার ভাষ্যে, ‘নিজেদের ছবি তো ভালো লাগেই। এটি খুবই যত্ন নিয়ে তৈরি ছবি। ছবিতে দারুণভাবে মিস্ট্রি তৈরি করতে পেরেছে সৌদ। মিস্ট্রিটা একদম শেষ দৃশ্যে গিয়ে খোলাসা হয়।’

মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমাটি নিয়ে নির্মাতা সৌদ বলেন, ‘এই গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল। এবার বড় পর্দায় দর্শকের দেখার জন্য দেওয়া হলো। হলে এসে সিনেমা দেখেন। মন্দ লাগলে মন্দ বলেন, সেটাও মাথা পেতে মেনে নেব।’
সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সোহেলের ভাষ্যে, ‘এমন পরিচালকের সঙ্গে এমন গল্পে কাজের সুযোগ কালেভদ্রে আসে। সেই জায়গা থেকে খুবই দারুণ অভিজ্ঞতা ছিল।’
ছবিটি দেখে মুগ্ধতার কথা জানিয়ে নীলা বললেন, ‘পর্দায় দুজনের কেমিস্ট্রি, ভালোবাসা দেখতে এত ভালো লাগছিল, মাঝেমধ্যে ওদের আবেগ দেখে আমার চোখেও পানি চলে এসেছিল।’
অভিনেত্রী অপি করিমের ভাষ্যে, এই সিনেমায় শিল্পীরা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন।

সিনেমার একটি গানে ভারতীয় সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীকে পাওয়া যাবে। ‘পাখি যাও যাও যাও’ শিরোনামে একটি গানে ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন তিনি। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
সিনেমার প্রিমিয়ারে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, সুভাশীষ ভৌমিক, মীর রাব্বি, এ কে আজাদ সেতু, রিমি করিম প্রমুখ।

ডেড বডি সিনেমার পোস্টার
আইএমডিবি

৪০ হলে ‘ডেড বডি’
মধুমিতা, মণিহার, ছায়াবাণীসহ দেশজুড়ে ৪০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার সিনেমা ডেড বডি। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল।
সিনেমার প্রচারের অংশ হিসেবে মোটরসাইকেল রোড শো করেছেন নির্মাতা ও ছবির কলাকুশলীরা। ঢাকায় তাপপ্রবাহের মধ্যে পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করেছেন চিত্রনায়ক ওমর সানী, পরিচালক ইকবাল। ফাঁকে সিনেমার লিফলেট বিলি করেছেন তাঁরা।

সিনেমার প্রচারে ওমর সানী সাংবাদিকদের বলেন, ‘আশা করছি, সিনেমাটি আমরা হলে এসে দেখবেন।’
পরিচালক ইকবাল বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক মানের ভৌতিক গল্পের ছবি নির্মাণ করতে পারে, ডেড বডি হবে তার বড় প্রমাণ। সবার প্রতি অনুরোধ, সিনেমাটি দেখার পর ভালো-মন্দ মন্তব্য করবেন।’
সিনেমায় চিত্রনায়ক ওমর সানী, অভিনেতা মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশানসহ আরও অনেকে অভিনয় করেছেন।