সিডনিতে সাড়া ফেলেছে ‘তুফান’

‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরীকোলাজ

অস্ট্রেলিয়ার সিডনিতে দর্শক মাতাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত রায়হান রাফীর সিনেমা ‘তুফান’। সিডনিতে প্রদর্শনের প্রথম দিন থেকেই প্রতিটি শো চলছে হাউসফুল।

একই সঙ্গে সিডনিতে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া বাংলা সিনেমার রেকর্ডও গড়তে যাচ্ছে ছবিটি। কমসংখ্যক শো নিয়ে শুরু হলেও দর্শক চাহিদার কারণে সিডনিজুড়ে শো আরও বাড়ানো হয়েছে। সিনেমা দেখার পর সিডনির প্রবাসী বাংলাদেশি দর্শকদেরও ব্যাপক প্রশংসা পেয়েছে ‘তুফান’।  

সিডনিতে চলছে ‘তুফান’ ঝড়। প্রথম আলো

‘তুফান’ নিয়ে অনুমানের চেয়েও বেশি দর্শক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ায় সিনেমাটির পরিবেশক বঙ্গজ ফিল্মসের কর্ণধার তানিম মান্নান। তিনি বলেন, ‘হলিউডের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা “ইনসাইড আউট ২”সহ আরও কয়েকটি সিনেমা দাপিয়ে বেড়াচ্ছে সিডনির প্রেক্ষাগৃহগুলো। এর মধ্যে জুলাই, আগস্টের আগে কোনো সিনেমা হলই পাচ্ছিলাম না।

আরও পড়ুন

পরে কয়েকটি শোয়ের অনুমতি দেয় হল কর্তৃপক্ষ। সিনেমার এমন হাউসফুল ও উপচে পড়া ভিড় দেখে এখন আমাদের আরও হল দিয়েছে তারা। প্রথম কয়েক দিনের শোরই প্রায় সাড়ে তিন হাজারের মতো টিকিট বিক্রি হয়ে যায়। এখন মনে হচ্ছে সিডনির প্রেক্ষাপটে প্রথম সপ্তাহের রেকর্ড গড়বে “তুফান”।’

বাংলাদেশি দর্শকেরা ‘তুফান’ দেখার পর সিনেমাটি চমৎকার উপভোগ করেছেন বলে জানিয়েছেন।

বাংলাদেশি দর্শকেরা ‘তুফান’ দেখার পর সিনেমাটি চমৎকার উপভোগ করেছেন বলে জানিয়েছেন। প্রথম আলো

সিডনির প্রবাসী বাংলাদেশি এক দর্শক তাওহিদ ফরিদ চৌধুরী বলেন, ‘সত্যি কথা বলতে, আমি রায়হান রাফীর পরিচালনার ভক্ত হয়ে গিয়েছিলাম তাঁর নতুন নির্মাণ দেখতে। তবে হলে থেকে বেরিয়ে এলাম শাকিব খানের ভক্ত হয়ে। গল্পের চরিত্রে নিজেকে অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন তিনি।’

সিনেমার নির্মাণ নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন সিডনির বাংলাদেশিরা। সিডনির ব্যাংকসটাউনে মেয়েকে নিয়ে ‘তুফান’ উপভোগ শেষে প্রবাসী বাংলাদেশি নারী ফেরদৌসী সুলতানা বলেন, ‘আমাদের ঢালিউডের সিনেমা হিসেবে অনেক ব্যয়বহুল একটি সিনেমা “তুফান”। আর এত টাকা খরচ করে বানানো সিনেমার প্রতিটা দৃশ্য পয়সা উশুল ছিল। শাকিব খানের সিনেমার ধরনও পাল্টেছে, যা প্রশংসার দাবিদার।’